নিজস্ব প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় গোলাম মোস্তফা (২৫) নামের এক যুবক বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দু’দিন পরে তার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভিকটিম গোলাম মোস্তফা উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব সোনারপাড়ার মো. আলীর ছেলে।
রবিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে
উখিয়া উপজেলার জালিয়াপালং সোনারপাড়া সী-বিচে এ যুবকের লাশ পাওয়া যায়। এ বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসাইন।
ওসি বলেন,গত শুক্রবার সকালে গোলাম মোস্তফা (২৫) নামের এক যুবক মাছ ধরার জন্য ছোট নৌকাযোগে ভিকটিম ও তার দুই বন্ধু ডেইলপাড়া সংলগ্ন সোনার পাড়া রিসোর্টের বিপরী দিকে যায়। পরে ভিকটিম নৌকা থেকে মাথা ঘুরে পড়ে গেলে সে নিখোঁজ ছিল।
পরবর্তী সময়ে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশের একটি টিম উখিয়ার জালিয়াপালং সোনারপাড়া সী-বিচে এলাকা থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন,এ বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে পরবর্তীতে ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানায়।
পাঠকের মতামত