বিভুষণ বড়ুয়া, উখিয়া::
উখিয়ার কুতুপালং সোনার বাংলা বিমুক্তি-বিদর্শন মেডিটেশন সেন্টারে বিনয়শীল জ্যোতি লংকার কিশোর-কিশোরী শিক্ষা পরিষদের মাসিক সমন্বয় অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর ২০২৩ ( শুক্রবার) বিকাল ৪টার দিকে এই সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমৎ জ্যোতি লংকার মহাথের’র সভাপতিত্বে ২০২৪-২৫ সেশনের জন্য দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি হিসেবে জ্যোতি এল. বিশ্বজিৎ ভিক্ষু এবং সাধারণ সম্পাদক পদে বাবু চন্দন বড়ুুয়া নির্বাচিত হয়।
সভায় প্রবারণা পূর্ববর্তী সাক্ষাৎকালে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-উখিয়া’র আহবায়ক অধ্যাপক রনজিত বড়ুয়া, যুগ্ম আহবায়ক প্রমতোষ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া’র আহবায়ক সাংবাদিক পলাশ বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন, প্রভাষক শুভংকর বড়ুয়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-উখিয়া’র যুগ্ম আহবায়ক সুলাল বড়ুয়া, সদস্য সচিব শিক্ষক মিলন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া’র যুগ্ম আহবায়ক রোজন বড়ুয়া, সদস্য সচিব শিক্ষক মৃদুল বড়ুয়া, সদস্য শিক্ষক রিমন বড়ুয়া মিশু, আপন বড়ুয়া প্রমুখ।
পাঠকের মতামত