ডেস্ক নিউজ
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৩ ১২:১২ এএম , আপডেট: অক্টোবর ১৯, ২০২৩ ১২:১৩ এএম

 

নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন উখিয়া উপজেলা শাখা গঠনকল্পে ১১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

১৮ অক্টোবর বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক বঙ্কিম বড়ুয়া এই কমিটি অনুমোদন করেন।

এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ কেন্দ্রিয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উখিয়া শাখার পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

আহবায়ক কমিটিতে যারা রয়েছেন আহবায়ক- অধ্যাপক রনজিত বড়ুয়া (রত্নাপালং), যুগ্ম আহবায়কদের মধ্যে শংকর বড়ুয়া (পশ্চিম রুমখাঁপালং), প্রমতোষ বড়ুয়া (পাতাবাড়ি), উৎপল বড়ুয়া (ভালুকিয়াপালং), কিরণ বড়ুয়া (রেজুরকুল), সুলাল বড়ুয়া (কুতুপালং), শিক্ষক তপন বড়ুয়া (মরিচ্যাপালং), সদস্য সচিব- শিক্ষক মিলন কুমার বড়ুয়া (রেজুরকুল), সদস্যদের মধ্যে- বিকাশ বড়ুয়া (চৌধুরীপাড়া) সমিরণ বড়ুয়া (খয়রাতিপাড়া), শৈবাল বড়ুয়া (নলবনিয়া)।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-উখিয়া গঠনকল্পে ১১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...