প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩ ১১:৫৯ এএম

উখিয়া প্রতিনিধি ॥
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় র‌্যাব পরিচয়ে ঘুরাঘুরি প্রাক্কালে দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ওয়াকি টকি সেট,১ জোড়া হ্যান্ডকাফ, র‌্যাব পরিচয় পত্র,ব্যক্তিগত এনআইডি কার্ড, সেনাবাহিনীর মনোগ্রাম যুক্ত মানিব্যাগ,১টি মোবাইল ফোন পাওয়া যায়।

আটকরা হলেন- খুলনা, কয়রা উপজেলার আংটিয়ারা এলাকার ইব্রাহিম গাজীর ছেলে ফারুক হোসেন (৩৭) ও গোপালগঞ্জ,কাশিয়ানি উপজেলার রাজপাট এলাকার আকরাম মুন্সির ছেলে মো. সুমন মুন্সি (৩২)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে স্থানীয়রা আটক করে ১৪ এপিবিএন পুলিশকে খবর দিলে তারা তাদের কে থানায় হস্তান্তর করেন।বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।

স্থানীয় জাহিদ হোসাইন বলেন,র‌্যাব পরিচয় দিয়ে দু’জন যুবক প্রায় সময় এই এলাকায় ঘুরাঘুরি সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে দেখা গেছে।আমরা বিষয়টি তেমন আগে বুঝতে পারি নাই।কারন এখানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারীর সদস্যরা কাজ করে থাকেন।গতকাল রাতে লক্ষ্য করলাম তাদের কথা বার্তা সন্দেহ জনক মনে হলে স্থানীয় লোকজন তাদের পরিচয় জানতে চায়। তখন তারা সঠিক পরিচয় দেখাতে পারেনি।লোকজন তখন তাদের আটক করে ক্যাম্পের পাশে থাকা ১৪ এপিবিএন পুলিশকে খবর দিলে এসময় তারা তাদের আটক করে থানায় নিয়ে যায়।তাদের কাছ থেকে কিছু জিনিস পত্র উদ্ধার করা হয়।

ওসি বলেন,মঙ্গলবার রাত ১০টার দিকে কুতুপালং টিভি টাওয়ার এলাকায় ভূয়া র‍্যাব পরিচয় দানকারী দু’জন ব্যক্তিকে ১৪ এপিবিএন পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়।তবে এখনো পর্যন্ত কোন মামলা নথিভুক্ত হয়নি।তবে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাঠকের মতামত

কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ১ ডাকাত আটক

           নিজস্ব প্রতিবেদক কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশান কুতুবদিয়া খবর পেয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ...

দুই দিনে আট রোহিঙ্গা গ্রেফতার

         শহিদুল ইসলাম। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার একজন সন্দিগ্ধ আসামীকে ...

নাফনদীতে ট্রলার লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি বর্ষন

           আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার) সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে নাফ নদীতে যাত্রীবাহী বাংলাদেশি একটি ...