ফের বাংলাদেশে অনুপ্রেবেশকালে ৩০শিশুসহ ৩৮রোহিঙ্গা উদ্ধার
মিয়ানমার থেকে পালিয়ে সাগরপথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০শিশুসহ ৩৮জন রোহিঙ্গা নাগরিককে ...
উখিয়া প্রতিনিধি::
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫জন রোহিঙ্গাকে আটক করেছে।আটককৃত রোহিঙ্গাদের সন্ধ্যায় সংশ্লিষ্ট ক্যাম্প ইনর্চাজের নিকট হস্তান্তর করা হয়েছে বলে উখিয়া থানার ডিউটি অফিসার জানিয়েছেন।
রবিবার(১অক্টোবর)সন্ধ্যা ৬টার সময় কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কলেজ সংলগ্ন যৌথ চেকপোস্টে এ তল্লাশী চালানো হয়।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বেরিয়ে আসা ১৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃত রোহিঙ্গাদের আইনী ব্যবস্থা গ্রহনের জন্য কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের সিআইসির কাছে পাঠানোর হয়েছে।
পাঠকের মতামত