প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৯:৫৫ পিএম

 

সংবাদ বিজ্ঞপ্তি ::
আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের অগ্রযাত্রার পথিকৃৎ ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আনন্দ মুখর পরিবেশে উদযাপন করবে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ দু’দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ১ম দিন ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ আসর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরে নেতৃবৃন্দ কেক কাটার মধ্যদিয়ে জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উৎসব করবে।

 

পরদিন ২৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ জোহর বিকেল ৩টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত হবে।
জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উৎসব আয়োজনে দ্বিতীয় দফায় প্রস্তুতি সভা করেছে জেলা আওয়ামী লীগ।

সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

প্রস্তুতি সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শেখ হাসিনার জন্মদিন উৎসবের দু’দিনব্যাপী কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য আহবান জানান এবং জেলার আওতাধিন সকল উপজেলা আওয়ামী লীগকে অনুরূপ কর্মসূচি উদযাপনে জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি অনুরাধ জানানা হয়।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ নেতা এড. ছৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন, তাঁতী লীগের সভাপতি আরিফ উল মওলা, শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম কালু, ওলামা লীগের সাধারণ সম্পাদক মওলানা রফিউদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান, শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক প্রমুখ।
এসময় জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপিকা এথিন রাখাইন, মুক্তিযোদ্ধা নুরুল আবছার, এড. বদিউল আলম সিকদার, এড. আব্বাস উদ্দিন চৌধুরী, এড. রনজিত দাশ, এড. মমতাজ আহমদ, এড. তাপস রক্ষিত, কাজী মোস্তাক আহমেদ শামীম, ইঞ্জিনিয়ার বদিউল আলম, এড.সুলতানুল আলম, খোরশেদ কুতুবী, কাউন্সিলর এমএ মনজুর, মিজানুর রহমান, জি এম আবুল কাশেম, নরুল আজিম কনক, বদরুল হাসান মিল্কি, এড. জিয়া উদ্দিন জিয়া, রিয়াজুল আলম, মোহাম্মদ মহীদুল্লাহ, ফরহাদ ইকবাল, আশরাফ উদ্দিন, এড. নুরুল ইসলাম সায়েম, আহসান সুমন, মির্জা ওবাইদ রুমেল, মক্কা প্রবাসী আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক শাকের উল্লাহ শাহেদ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ উল মওলা, সেলিম নেওয়াজ, মিজানুর রহমান, গিয়াস উদ্দিন, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক দুলাল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মনিরুল হক মনির সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কক্সবাজারে দুইদিনের কর্মসূচি ঘোষণা

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...

ভারত জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে: হাসনাত আবদুল্লাহ

         বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারত এখন জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে। ভারত ...

কুতুবদিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

         কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের শাহরুম সিকদার পাড়ায় অগ্নিকাণ্ডে ৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।   ...

এলাকাবাসীর বিক্ষোভ, মাদকদ্রব্য অধিদপ্তরের কার্যালয় ভাঙচুর টেকনাফে জামায়াত নেতাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা

         কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ইয়াবা বড়ি দিয়ে ফাঁসানোর চেষ্টার পাশাপাশি সাদা পোশাকে টেকনাফ ...

টেকনাফে ১০হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

         কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে১০হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ সোহেল(২২)নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার(০৯ডিসেম্বর)বিকালে ...