প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৩:২৮ পিএম

বার্তা পরিবেশক::

ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) এর ক্যাপস্টোন কোর্স টিমের সাথে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর মতবিনিময় সভা আজ (১৪ সেপ্টেম্বর) সকালে কউক ভবনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।

কউক চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার, এনজিপি, এনডিসি, পিএসসি, বিএন (অব.) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ০৮ (আট) জন সংসদ সদস্য, কুটনীতিক, অধ্যাপক, সামরিক ও বেসামরিক উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, এফবিসিসিআই প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্বসহ ক্যাপস্টোন কোর্সের ৩৩ জন সদস্য অংশগ্রহণ করেন।

 

সভায় কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত পরিকল্পনা ও চলমান কর্মকান্ড উপস্থাপন করেন কউক চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে এবং কক্সবাজারকে একটি নিরাপদ, আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরীতে রূপ দিতে কউক ইতিমধ্যেই কক্সবাজারের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে। তার পাশাপাশি পর্যটন উন্নয়ন, আবাসন ও যোগাযোগের উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের কাজেও হাত দিচ্ছে। শীঘ্রই কক্সবাজার থেকে টেকনাফ এবং কক্সবাজার থেকে মহেশখালী পর্যন্ত ক্যাবল কার চালুর লক্ষ্যে সমীক্ষা কার্যক্রম শুরু হবে। বাস্তবায়িত হলে এটি হবে কক্সবাজারের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। পরিকল্পনাধীন প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে আগামী এক দশকের মধ্যে কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন নগরীতে রূপান্তরিত হবে। বিনিয়োগকারীদের জন্য কক্সবাজারকে একটি আকর্ষণীয় গন্তব্য উল্লেখ করে তিনি বলেন কউক তার বাস্তবায়নাধীন প্রকল্পসমূহে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানাচ্ছে।

 

ক্যাপস্টোন কোর্সের সদস্যবৃন্দ তাদের আলোচনায় কউক চেয়ারম্যানের সুদূর প্রসারী উন্নয়ন দর্শন এবং কক্সবাজারকে পরিকল্পিত পর্যটন নগরে রূপান্তরের চলমান কর্মযজ্ঞের ভূয়সী প্রশংসা করেন। এ সংক্রান্ত যে কোন প্রয়োজনে কউককে সার্বিক সহযোগিতা প্রদান করার আশাবাদও ব্যক্ত করেন। সভা শেষে কউকের পক্ষ থেকে ক্যাপস্টোন কোর্স টিমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স টিমের সাথে কউকের মতবিনিময়

স্রোতের গোপন টানে     

         স্রোতের গোপন টানে  রুমি মল্লিক —— আমি জানি তুমি তোমার মতো আমার আপাদমস্তক  বিবেচনা করো  ...

সমুদ্র পথে মালয়েশিয়া পাচারকালে ১২রোহিঙ্গা উদ্ধার,আটক-৪

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টাকালে গোপন আস্তানা থেকে নারী ও ...

টেকনাফে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

           আব্দুস সালাম টেকনাফ (কক্সবাজার) আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে খতমে ...

টেকনাফে পৃথক অভিযানে ১লাখ ইয়াবা উদ্ধার,আটক-২

           আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার) কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।এসময় দুই মিয়ানমারের ...

রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধনে পাহাড় থেকে সকল বৈষম্য নিরসন করার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বৈষম্য নিরসন কমিশন গঠনের দাবি

           স্টাফ রিপোর্টার :: আজ ৪ নভেম্বর-২০২৪ সোমবার সকাল ১০টায় মারী স্টেডিয়াম সংলগ্ন রাঙামাটি বিসিক ...