প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩ ৫:৪০ পিএম , আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৩ ৫:৪২ পিএম
উখিয়া(কক্সবাজার)প্রতিনিধি::
কক্সবাজারের উখিয়ায় সড়ক দূর্ঘটনায় এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। নিহত রোহিঙ্গা নারী-উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প -৯ ব্লক-সি এর কায়সারের স্ত্রী রশিদা বেগম(৫৫)।
সোমবার (১১ সেপ্টেম্বর)বেলা ১১ টার দিকে কক্সবাজার- টেকনাফ মহাসড়কে বালুখালী টিভি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
ওসি বলেন, সোমবার বেলা ১১ টার দিকে কক্সবাজার- টেকনাফ মহাসড়কের বালুখালী টিভি সেন্টারে রাস্তা পারাপারের সময় সিএনজির ধাক্কায় একজন রোহিঙ্গা শরনার্থী মহিলা গুরুতর আহত হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, মৃতদেহ বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে রয়েছে। লাশের সুরতহাল এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানায়।

পাঠকের মতামত

সমন্বয়ক সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

         পঞ্চগড়ের সদর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ...

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...