প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩ ৩:০৭ পিএম

 

কাপ্তাই প্রতিনিধি::
সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। তারা বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ পরিবেশন করে সমাজ এবং রাষ্ট্রের ইতিবাচক দিক জনগণের সামনে তুলে ধরবেন। পাশাপাশি সমাজের নানা অসংগতিও তাদের লেখনীর মাধ্যমে পাঠকের সামনে তুলে ধরবেন।

 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই প্রেসক্লাবের পেশাদার সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন এসব কথা বলেন।

উপজেলা সদরস্থ প্রেসক্লাবে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন,কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী থোয়াই চিং মং মারমা, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী, স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, কাপ্তাই উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্ল্যা আল বাকের, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু। মতবিনিময় সভায় উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ কাপ্তাই প্রেস ক্লাবে মতবিনিময় করলেন ইউএনও মোঃ মহিউদ্দিন

টেকনাফ পৌরসভার সহযোগিতায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ শুরু

           আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার) টেকনাফে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় ...

র‍্যাব সিপিসি-২ আড়াই বছরে ৪৫ লাখ ইয়াবা ৩৬ কেজি আইস ৭৬ টি অস্ত্র উদ্ধার

         জাহাঙ্গীর আলম টেকনাফ। কক্সবাজার র‍্যাব -১৫ সিপিসি-২ টেকনাফের হোয়াইক্যং ক্যাম্প গত আড়াই বছরের ৪৫ লাখ ...