ফের বাংলাদেশে অনুপ্রেবেশকালে ৩০শিশুসহ ৩৮রোহিঙ্গা উদ্ধার
মিয়ানমার থেকে পালিয়ে সাগরপথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০শিশুসহ ৩৮জন রোহিঙ্গা নাগরিককে ...
নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের চকরিয়ায় নানার বাড়ী বেড়াতে গিয়ে জলাবদ্ধতার পানিতে ডুবে এক শিশু মারা গেছে।
শুক্রবার (১১ আগস্ট) বিকাল সোয়া তিনটার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরন্দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া শিশু মোহাম্মদ জিহান (৫) একই ইউনিয়নের বুড়িপুকুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন।
তিনি বলেন,ওই শিশু ঘটনার দিন সকালেই নানার বাড়ীতে বেড়াতে যায় মায়ের সাথে। সেখানে খেলতে গিয়ে সবার অগোচরে পানিতে পড়ে যায়। ওই শিশুকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, শিশুর মৃত্যুর ঘটনাটি শুনেছেন। ওই গ্রামে পুলিশ টিম পাঠানো হয়েছে।
পাঠকের মতামত