উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!
কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...
শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।
নিহত হলেন উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কামাল হোসেন (৩৪)।এঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী আমিনা খাতুন পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পের এফ-২ ব্লকে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
শেখ মোহাম্মদ আলী বলেন, ” পারিবারিক কলহের জেরে স্ত্রী তার স্বামীকে ছুরিকাঘাত করলে তার রক্তক্ষরণ হতে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনজিও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাঠকের মতামত