প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩ ৬:৩৯ পিএম

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন-এর একটি টহল দলের উপর গুলিবর্ষণ করেছে আরসা সন্ত্রাসীরা। এসময় এপিবিএনও পাল্টা গুলি করে। টানা আড়াই ঘন্টা গোলাগুলির পর অস্ত্র সহ আরসার ৩ সন্ত্রাসীরা আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টা থেকে ৭ টা পর্যন্ত উখিয়ার ৬ ও ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি এই গোলাগুলির ঘটনা ঘটে।

এতে আটকরা হলেন, ৬ নম্বর ক্যাম্পের সোলাইমানের ছেলে আবুল হাসেম (৩০), ৭ নম্বর ক্যাম্পের আবদুস শরীফের ছেলে মো. রুহুল আমিন (২৩), ৫ নম্বর ক্যাম্পের আবদু মাজেদের ছেলে মো. কামরুল হাসান (২২)।

এসময় একটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ৩ টি গুলির খোসা (কার্তুজ), ১ টি ক্লিনিং রড উদ্ধার করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর জানান, ভোরে রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল দল ৭ নম্বর ক্যাম্পের জি-৭ বøক এবং ৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের মাঝামাঝি এলাকায় পৌঁছলে আরসা সন্ত্রাসীরা এপিবিএন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে। পরে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে ধাওয়া দিয়ে ৩ জনকে অস্ত্র সহ আটক করতে সক্ষম হয়।

আমির জাফর জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় বিপিজেএফ'র পরিচিত পর্ব ও প্রথম সভায় বক্তারা পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করার আহবান

         বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর সদ্য গঠিত উখিয়া উপজেলা শাখার পরিচিত পর্ব ও প্রথম ...

শাহেদ-রিপা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

         প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার থাইংখালীতে শাহেদা আক্তার রিপা ও সালা উদ্দিন শাহেদর নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ...

উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

         কক্সবাজারের উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ (তম) হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ...

রাজাপালং ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ মুহসিন শ্রমিক-জনতার জীবনমান উন্নয়নে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই

         মুমিনদের জীবন হবে সুন্দর সুশৃঙ্খল সাজানো গোছানো একটি জীবন। যে জীবন অতিবাহিত করার মাধ্যমে অনন্ত ...

ট্রাইব্রেকারে ধীরেন্দ্র একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন মাধবচন্দ্র একাদশ উখিয়ায় মধ্যরত্না বৌদ্ধ প্রিমিয়ারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

         খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ট্রাইব্রেকারে গড়ায় মধ্যরত্না বৌদ্ধ প্রিমিয়ারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ। ...