উখিয়ায় পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবাসহ আটক -১
শহিদুল ইসলাম, উখিয়া:: কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক ...
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুরে উপজেলা পালংখালী ইউনিয়নের থাইংখালীর ক্যাম্প ১৪ এর এ/০৪ ব্লকে এ ঘটনা ঘটে।
সে এই ক্যাম্পের কবির আহমদের শিশু পুত্র উমর (৬)। পরে উখিয়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করা হয়।
জানা যায় বৃষ্টির সময় বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে ড্রেনে পড়ে শিশুটি পানির স্রোতে ভেসে যায়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।
পাঠকের মতামত