প্রকাশিত: জুন ১৫, ২০২৩ ৪:৩৮ পিএম

 

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি:

নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুমে বিদেশী সিগারেট এবং ২ টি সিএনজি সহ ৪ জন কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার সময় ঘুমধুম পুলিশ ফাড়ির এসআই আল আমিন এবং তার সঙ্গীয়ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড়ুয়াপাড়াস্হ মেম্বারঘাটা রাসেল বড়ুয়ার দোকানের সামনে ২ টি সন্দেহজনক সিএনজি যাহার রেজিষ্ট্রেশন নং কক্সবাজার থ ১১-৫৯৫৫, ও কক্সবাজার থ ১১-৯৮৯৬ তল্লাশি করে সিএনজি চালক ১. হারুনুর রশিদ (২৫), পিতা আহম্মদ হোছেন, সাং আজুখাইয়া, সিএনজি চালক ২. মন্জুর (২৭), পিতা গুরা মিয়া, সাং আজুখাইয়া, ৭ নং ওয়ার্ড, ঘুমধুম ইউপি উভয় থানা নাইক্ষ্যংছড়ি জেলা বান্দরবান, ৩. তৌহিদুল ইসলাম ইমরান (২১), পিতা আলী হোছন ৪. সরোয়ার কামাল, পিতা হোছন আলী, উভয় সাং পূর্ব দরগাহবিল, রাজাপালং ইউপি থানা উখিয়া জেলা কক্সবাজারদেরকে ২ হাজার বিদেশী সিগারেটসহ আটক করা হয়।

উদ্ধারকৃত বিদেশী সিগারেট ও আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

উল্লেখ্য, নাইক্ষ‍্যংছড়ি উপজেলার সব চেয়ে বেশি মিয়ানমার থেকে চোরাই পথে আসা হরেক রকম মাদকদ্রব্য সহ বিভিন্ন ব্রান্ডের সিগারেট উদ্ধার হচ্ছে ঘুমধুম এলাকা থেকে। তবে সংশ্লিষ্ট প্রশাসন অবৈধ মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রেখেছে বলে সুত্রে জানা যায়।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ নাইক্ষ‍্যংছড়িতে বিদেশী সিগারেট এবং দুই সিএনজি সহ আটক-৪

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...