ডেস্ক নিউজ
প্রকাশিত: জুন ১৪, ২০২৩ ৯:৩০ পিএম , আপডেট: জুন ১৪, ২০২৩ ৯:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলি সরবরাহকালে দু’জন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দু’টি দেশীয় তৈরি অস্ত্র ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ আলী।
গ্রেপ্তারকৃতরা হল-উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের-৪ ব্লক-সি/২ এর আমির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন(২০) ও ক্যাম্প-৩ ব্লক-সি/৩৬ এর রশিদ উল্লাহ এর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০)।
বুধবার(১৪ জুন) বিকাল ৫টার দিকে কক্সবাজার- টেকনাফ মহাসড়ক সংলগ্ন কোটবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গত তিন যাবত বিভিন্ন তথ্যের ভিত্তিতে আজ বিকাল ৫টার দিকে কক্সবাজার- টেকনাফ মহাসড়ক সংলগ্ন কোটবাজার এলাকা থেকে দু’জন রোহিঙ্গা যুবককে দু’টি দেশীয় তৈরি অস্ত্র ও ৫০ রাউন্ড রাইফেলের গুলি সহ তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় রামু এলাকা থেকে অস্ত্র ও গুলি গুলো সরবরাহ করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে ওসি জানায়।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ উখিয়ায় অস্ত্র-গুলিসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ পৌরসভার সহযোগিতায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সপ্তাহ শুরু

           আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার) টেকনাফে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় ...

র‍্যাব সিপিসি-২ আড়াই বছরে ৪৫ লাখ ইয়াবা ৩৬ কেজি আইস ৭৬ টি অস্ত্র উদ্ধার

         জাহাঙ্গীর আলম টেকনাফ। কক্সবাজার র‍্যাব -১৫ সিপিসি-২ টেকনাফের হোয়াইক্যং ক্যাম্প গত আড়াই বছরের ৪৫ লাখ ...