সেলিম উদ্দীন, ঈদগাঁও::
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা থেকে মনিরুল ইসলাম (৯) নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ২৯ মে সোমবার সকাল ৮ টার দিকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান স্থানীয় মেম্বার আব্দুল হাকিম।
মনিরুল ইসলাম উপজেলার ঈদগাঁও সদর ইউনিয়নের উত্তর শিয়া পাড়ার মামুন অর রশিদের ছেলে।
এলাকাবাসী বরাত দিয়ে মেম্বার আবদুল হাকিম জানান, মনিরুল ইসলাম গতকাল রবিবার সন্ধ্যায় সহপাঠীদের সাথে খেলাধুলা করে উত্তর শিয়া পাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে আত্মীয় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নিলেও তার খোঁজ মিলেনি।
সোমবার সকাল ৮ টার দিকে স্থানীয় এক মুরব্বি ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন পরে স্থানীয়দের সহযোগীতায় মৃতদেহ উদ্ধার করে।
মেম্বার আব্দুল হাকিম আরো বলেন, ঘটনাটি ঈদগাঁও থানা পুলিশকে অবগত করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রশাসনিক প্রক্রিয়া ছাড়া দাফন ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাঠকের মতামত