মানুষের অভূতপূর্ব সাড়া, সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ

প্রযুক্তিগত স্মার্ট সেবা দিয়ে উখিয়ায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ’র উদ্বোধন

প্রকাশিত: মে ২২, ২০২৩ ১১:১৪ পিএম

 

মানুষের অভূতপূর্ব সাড়া, সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক::
উখিয়া ভূমি অফিসের উদ্যোগে জাতীয় ভূমি সেবা সপ্তাহ সোমবার(২২ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়।

সহকারী কমিশনার(ভূমি) উখিয়া সালেহ আহমেদ এতে সভাপতিত্ব করেন।

উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন,” মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিসেবার মানও আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল করা হয়েছে। আপনারা ঘরে বসেও স্বাচ্ছন্দে সেবা নিতে পারবেন। অনেক ক্ষেত্রে মানুষ ভুলপথে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হয়। যা অপ্রত্যাশিত । আপনারা সরাসরি আমাদের অফিসে বা অনলাইনের মাধ্যমেও সেবা নিতে পারবেন। জনগণের অধিকার প্রতিনিয়ত সেবা দিতে ভূমি অফিস বদ্ধপরিকর । আমাদের দায়িত্ব গ্রাহকদের সেবা দেওয়া এবং সরকারের লক্ষ উদ্দেশ্য বাস্তবায়ন করা।

উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের প্রতিটি পর্যায়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ করে, স্বচ্ছতা, জবাবদিহিতা, গঠনমূলক সুন্দর আচরণ ওআন্তরিকতা পূর্বক সেবা দিয়ে সেবাগ্রহীতাদের সন্তুষ্টি বিধান করা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম,উখিয়া থানার এসআই খায়ের, সার্ভেয়ার মোবারক হোসেন।
প্রাণবন্ত উপস্থাপনার মধ্য দিয়ে

যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী ইয়াসির আরফাত সিফাত ও অফিস সহকারী সানজিদা আফরীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক রতন কান্তি দে সহ ভূমি সেবাপ্রার্থী ও অন্যান্যরা।

অনুষ্ঠানে ভূমি সেবা সম্বলিত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সহকারী মো. রফিক।উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত অনেক সেবাগ্রহীতাদের অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি খতিয়ান সৃজন, শুনানি সহ বিভিন্ন কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে পরিচালনা করা হয়। আগামী ২৮ মে পর্যন্ত সেবা সপ্তাহ চলবে।

এ সময় মানসম্মত উন্নত ভূমি সেবা পেয়ে সেবা প্রাপ্তি অরুন দাশ,নুরুল হক সহ অনেক সাধারণ মানুষ উখিয়া ভূমি অফিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ মানুষের অভূতপূর্ব সাড়া

সমন্বয়ক সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

         পঞ্চগড়ের সদর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ...

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...