চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি::
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যাত্রীদের সেবার মানোন্নয়ন ও সড়কে শৃঙ্খলা রক্ষায় পরিবহন চালক-হেলপারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে চিরিংগা শহীদ আব্দুল হামিদ পৌর বাসটার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে চকরিয়া হাইওয়ে থানার উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন চকরিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (ইনচার্জ) খোকন কান্তি রুদ্র। বক্তব্য দেন আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন জহির আহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ, পেকুয়া-মগনামা শ্রমিক রোড কমিটি মোহাম্মদ আবু মুছা, সদস্য মিজানুর রহমান, চকরিয়া-লামা-আলীকদম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, চকরিয়া-লামা-আলীকদম শ্রমিক ইউনিয়ন মো. রফিক উদ্দিন প্রমুখ। কর্মশালা উপজেলার বিভিন্ন এলাকা দুই শতাধিক পরিবহন চালক ও হেলপার অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সড়কে দুর্ঘটনা রোধে চালক ও হেলপারদের সবসময় সর্তক থাকতে হবে। দুর্ঘটনা রোধে গাড়ি চালানোর সময় চালক ও হেলপারদের সঙ্গে যাত্রীদের ভালো ব্যবহার করতে হবে। ওভারটেকিং ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য চালকদের উৎসাহ দেওয়া যাবে। এতে সড়কে দুর্ঘটনা কমে আসবে।
পাঠকের মতামত