মুকুল কান্তি দাশ,চকরিয়া::
কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে নুরুন্নবী (৪০) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রবল ঘূর্ণিঝড় ‘মোখার’ অগ্রভাগের অগ্রগতিকালে রবিবার ভোর রাত পৌনে ৪ টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস শুরু হয়। ওইসময় গাছ থেকে আম পাড়তে যান তিনি। এসময় অতর্কিত একটি দলছুট বন্যহাতি আক্রমণ করে।
উপজেলার কাকারা ইউনিয়নের পাহাড়ি গ্রাম বার আউলিয়া নগরের চামেলি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নুরুন্নবী চিরিঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরণদ্বীপ এলাকার মৃত আকবর আহমেদের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন। তিনি বলেন, ‘নিহত নুরুন্নবী চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি কাকারা ইউনিয়নের চামেলি পাড়ায় খামার বাড়ি নির্মাণপূর্বক আমসহ বিভিন্ন গাছের বাগান সৃজন করেন।’
তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড় মোখা প্রবল বেগে আঘাত হানতে পারে শঙ্কায় আগেভাগেই বাগান থেকে আম পেড়ে নিচ্ছিলেন নুরুন্নবী। ওই সময় বন্যহাতির আক্রমণে তিনি মারা যান। তাঁর মরদেহ ভোরেই স্থায়ী বাড়ি চরণদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর স্থায়ী ও অস্থায়ী ঘরে পৃথক দুটি সংসার রয়েছে।’
বন্য হাতির আক্রমণে ফল ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনাটি নলবিলা বনবিট কর্তৃপক্ষ সরেজমিন গেলেও চকরিয়া থানায় সাধারণ ডায়েরি পর্যন্ত করেনি। জিডি ও বনবিভাগের প্রতিবেদনের ভিত্তিতে বন্য হাতির আক্রমণের শিকার ব্যক্তির পরিবার সরকার থেকে ক্ষতিপূরণ পেয়ে থাকে।
চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব সরকার বলেন, ‘রবিবার বেলা ৪ টা পর্যন্ত থানায় কেউ লিখিতভাবে বন্যহাতির আক্রমণে নিহতের ঘটনা জানায়নি।’
নুরুন্নবীকে সকাল ১১ টায় নামাজের জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানিয়েছেন চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন।
পাঠকের মতামত