প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩ ৭:০০ এএম

 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে পাহাড়ের বালুভর্তি একটি অবৈধ ডাম্পার গাড়ি আটক করেন, উখিয়া বনবিভাগ। এ সময় কাউকে আটক করা হয়নি।

সোমবার দিবাগত রাত ১টার দিকে উখিয়া পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে বালুভর্তি ডাম্পার গাড়িটি আটক করা হয়।

বনবিভাগ সূত্রে জানা গেছে, উখিয়া রেঞ্জের হরিন মারা এলাকায় যৌথ অভিযান চালিয়ে পাহাড়ের বালুভর্তি গাড়িটি আটক করা হয়।
অভিযানে নেতৃত দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

অভিযানে অন্যান্য দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দৌছড়ি বিট কর্মকর্তা, সদর বিট কর্মকর্তা, ওয়ালা বিট কর্মকর্তা ও স্টাফ।

সূত্রে জানা যায়, অবৈধ গাড়িটির মালিক হলেন, রাজাপালং এর আব্দুর রশিদ, সে দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে পাহাড় কেটে আসছে।

এই বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ের বালুভর্তি একটি অবৈধ ডাম্পার গাড়ি আটক করি। গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ উখিয়ায় গভীর রাতে বনবিভাগের অভিযানে অবৈধ বালুভর্তি ডাম্পার গাড়ি আটক

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...