ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩ ৭:৩৫ এএম , আপডেট: এপ্রিল ১৬, ২০২৩ ৭:৪১ এএম

 

পলাশ বড়ুয়া::
উখিয়া উপজেলার কোটবাজার স্টেশনে অপরাধ রোধ করতে সিসি ক্যামেরা স্থাপন ও মনিটরিং নিয়ে গত দুদিন ধরে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। চলছে রত্নাপালং ও হলদিয়াপালং দুই ইউনিয়নের চেয়ারম্যানের মনস্তাত্ত্বিক যুদ্ধ। পক্ষে-বিপক্ষে সামিল হয়েছে সাধারণ মানুষ। সরগরম হয়ে উঠেছে হাটবাজার ও সামাজিক যোগাযোগ মাধ্যম। বিষয় একটাই “সিসি ক্যামেরা”।  তবে বিতর্কিত এসব সিসি ক্যামেরা স্থাপন নিয়ে শৃঙ্খলার রক্ষার চেয়ে বিঘ্ন ঘটতে পারে এমনটি আশংকা স্থানীয় সচেতন মহলের।

জানা গেছে গত ১৪ এপ্রিল (শুক্রবার) রত্নাপালং ইউনিয়নের আওতাধীন কোটবাজার স্টেশনে কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করেছেন পাশ্ববর্তী হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। কেউ কেউ তার এই উদ্যোগের প্রশংসা করলেও বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ মন্তব্য করতে দেখা গেছে।

উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মু আনোয়ার তাঁর ফেবু আইডিতে লিখেছেন, কোটবাজারের সকল মানুষের চলাচল ও গতিবিধি মনিটরিং করছে “হক ক্রোকারিজ”! জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকা। ফ্র্যাক্ট : সিসিটিভি।

উখিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেছেন, কোটবাজারে সিসিটিভি স্থাপন যদি জনস্বার্থে স্বার্থে হয়, তাহলে নিয়মতান্ত্রিক ভাবেই হওয়া দরকার। কারো ব্যক্তিস্বার্থে এ ধরনের কাজ উচিত নয়। যেহেতু কোটবাজার স্টেশনটি রত্নাপালং ইউনিয়নে অবস্থিত। তাই পদাধিকার বলে রত্নাপালং ইউপি চেয়ারম্যান এর সভাপতি। তাঁর সাথে আলোচনা করে এটা করা হলে মঙ্গল হবে।

সাইফুল ইসলাম নামে একজন লিখেছেন, মনিটরিংয়ের দায়িত্ব দোকান মালিক সমিতির হাতে। এতে সমস্যার কিছু দেখছি না।

এম এ আরিফ ইসলাম নামে একজন বলেছেন, সমিতি প্রধান সড়কে সিসি ক্যামেরা বসিয়ে নজরদারির এখতিয়ার রাখে না। বর্তমান বিশ্বে তথ্যের নিরাপত্তা অনেক বড় একটি উদ্বেগের। তাই, যথাযথ কর্তৃপক্ষ ছাড়া এর সুষ্ঠু ব্যবহার এবং সুফল পাওয়া অসম্ভব।

সোহেল চৌধুরী বলেছেন, যেটা কেউ চিন্তা করেনি সেটা ব্যক্তি ইমরুল জনস্বার্থে চিন্তা করেছেন বলে অনেকের মনে প্রাণে এলার্জিতে পরিণত হয়েছে।

মো: মুসা নামে একজন বলেছেন, মা’র চেয়ে মাসির দরদ বেশি, মরিচ্যা বাজারে কয়টা আছে ক্যামেরা? নিজের ইউনিয়নের কোন খবর নাই, ভিন্ন ইউনিয়নে নজরদারির এখতিয়ার কিভাবে পায়?

মনিটরিংয়ের বিষয়ে জানতে চাইলে কোটবাজার দোকান মালিক সমিতির সভাপতি খুরশেদ আলম বাবুল বলেছেন, সমিতির পক্ষ থেকে সিসি ক্যামেরা মনিটরিং করা হচ্ছে না।

কোটবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন ভিন্ন কথা। তিনি বলেছেন, সভাপতির দাবীর প্রেক্ষিতে চেয়ারম্যান ইমরুল সিসি ক্যামেরা দিয়েছেন। বর্তমানে সমিতির অফিসে কাজ চলছে তাই প্রাথমিক পর্যায়ে আমার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে রেখে মনিটরিং করা হচ্ছে। তবে ক্যামেরা মনিটরিং করা সমিতির পক্ষে সম্ভব নয়।

এ ব্যাপারে জানতে চাইলে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেছেন, দেশের নাগরিক হিসেবে যে কারো জনস্বার্থে কাজ করার অধিকার আছে। তাছাড়া কোটবাজার কারো পৈত্রিক সম্পত্তি নয়।

তিনি এও বলেছেন, যারা অযোগ্য, ব্যর্থ, মূর্খ তারাই সমালোচনা করছে। একই সাথে কিছু চাঁদাবাজ, ভূমি দস্যু, যারা পরিবহণ থেকে চাঁদাবাজি করে তারা এর বিরোধিতা করছে।

তাছাড়া আমি কোটবাজার দোকান সমিতির সভাপতির দাবীর প্রেক্ষিতে অর্থ দিয়ে সহযোগিতা করেছি। সমিতি ক্যামেরা লাগিয়েছে এবং তারাই মনিটরিং করবে।

তিনি আরো বলেছেন, সম্প্রতি একটি বাস দূর্ঘটনা পরবর্তী কোটবাজারে লুটের ঘটনা ঘটেছে। এর আগে পুলিশের উপর হামলা হয়েছে। তারও আগে ফোর মার্ডারের মতো নৃশংস ঘটনা ঘটেছে। যার কোন ক্লু এখনো পায়নি। যদি কোটবাজারে ক্যামেরা থাকে এই ধরণের অপরাধ অনেকাংশে কমে যাবে।

রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা বলেছেন, হলদিয়ার চেয়ারম্যান ব্যক্তিগত কোন্দল সৃষ্টি করার জন্য একদিন আগে দোকান মালিক সমিতিকে অনুদানের ঘোষণা দিয়ে পরদিন সরাসরি উপস্থিত থেকে ক্যামেরা স্থাপন করেছেন। সংঘাত সৃষ্টি হতে পারে, তাই আমি বাধা দিই নাই কারণ সাধারণ মানুষ এসব বুঝবে না।

তাছাড়া প্রতিটি ইউনিয়নের নিজস্ব আইন রয়েছে। কেউ রত্নাপালং ইউনিয়নে কিছু করতে চাইলে অবশ্য সংশ্লিস্ট চেয়ারম্যানের অনুমতি নিয়ে করা উচিত। দোকান মালিক সমিতি নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্যামেরা মনিটরিং করতে পারে, প্রধানসড়ক নয়। কারণ মানুষের গতিবিধি লক্ষ্য করে যে কারো ক্ষতি করতে পারে, আবার গুরুত্বপূর্ণ কোন ফুটেজ গায়েবও হতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে এটা দেখভালের দায়িত্ব শুধুমাত্র উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে রাখা উচিত।

কোটবাজারে সিসি ক্যামেরা স্থাপন ও মনিটরিং সম্পর্কে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী কোন মন্তব্য না করে ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেছেন, নিরাপত্তার স্বার্থে এটা অবশ্যই ভালো উদ্যোগ। তবে কারো ব্যক্তিগত স্বার্থে এটা ব্যবহার করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ আসেনি।

তিনি এও বলেছেন, যেহেতু কোটবাজার চৌরাস্তার মোড়ে পুলিশ বক্স রয়েছে। যেখানে সার্বক্ষণিক পুলিশ থাকেন। মনিটরিং সেখান থেকে করলে ভালো হয়।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ কোটবাজারে সিসি ক্যামেরা স্থাপন নিয়ে দুই চেয়ারম্যানের মনস্তাত্ত্বিক যুদ্ধ

  • ঘুমধুমে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ 
  • নির্ধারিত সময়ের পর মনোনয়ন জমা দেয়ার খবরে বিক্ষোভ: ঘটনাটি সত্য নয়- জেলা প্রশাসন
  • চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়ন দাখিল করলেন ১৩ প্রার্থী
  • কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থী শাহিন আক্তারের মনোনয়ন পত্র দাখিল 
  • কক্সবাজার-৪ আসনে দ্বিতীয় বার নৌকা পেয়ে জনতার ভালবাসায় সিক্ত হলেন শাহীন আক্তার
  • রোহিঙ্গা ক্যাম্পে বসতঘরে ডুকে যুবককে গুলি করে হত্যা
  • কক্সবাজার-১ আসনে লাখো জনতার সংবর্ধণায় আ.লীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন
  • চকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
  • রোহিঙ্গা ক্যাম্পে এনজিও গাড়ির ধাক্কায় দু’বছরের এক শিশু নিহত
  • ঈদগাঁওয়ে সিএনজি চালকের লাশ উদ্ধার
  • নির্ধারিত সময়ের পর মনোনয়ন জমা দেয়ার খবরে বিক্ষোভ: ঘটনাটি সত্য নয়- জেলা প্রশাসন

               নিজস্ব প্রতিনিধি।। নির্ধারিত সময়রের পরে মনোনয়ন ফরম জমা দেয়ার খবরে কক্সবাজারের জেলা প্রশাসক ও ...

    চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়ন দাখিল করলেন ১৩ প্রার্থী

             মুকুল কান্তি দাশ,চকরিয়া: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন ...

    কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থী শাহিন আক্তারের মনোনয়ন পত্র দাখিল 

              শহিদুল ইসলাম।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৯৭ (উখিয়া-টেকনাফ) থেকে বাংলাদেশ আওয়ামী ...

    কক্সবাজার-৪ আসনে দ্বিতীয় বার নৌকা পেয়ে জনতার ভালবাসায় সিক্ত হলেন শাহীন আক্তার

               আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া -টেকনাফ) আসনে আওয়ামী ...

    রোহিঙ্গা ক্যাম্পে বসতঘরে ডুকে যুবককে গুলি করে হত্যা

              উখিয়া-টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বসত ঘরে ডুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে ...

    অশান্ত চকরিয়া-পেকুয়াকে শান্ত করতে আমাকে মনোনয়ন দিছেন শেখ হাসিনা কক্সবাজার-১ আসনে লাখো জনতার সংবর্ধণায় আ.লীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন

             সরওয়ার আজম মানিক ও মুকুল কান্তি দাশ,চকরিয়া থেকে.. কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য ...

    রোহিঙ্গা ক্যাম্পে এনজিও গাড়ির ধাক্কায় দু’বছরের এক শিশু নিহত

              প্রতিনিধি।। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ফোরামের একটি টিআর এক্স বক্সি (চট্রমেট্রো চ-১১৮৬৫৯) গাড়ির ...