প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩ ১:৪১ এএম

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও::

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের গহীন বনে পাহাড়ের চূড়ায় অসুস্থ হয়ে পড়ে থাকা বন্যহাতি শাবককে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ। সুস্থ হয় বনে না ফেরা পর্যন্ত হাতি শাবকটির পাশে বসানো হয়েছে পাহারা ও টহল দল।

গত সোমবার বনের জঙ্গল খুটাখালী মৌজার পাহাড়ের পাদদেশে রাতে হাতির পালের সাথে হাঁটতে হাঁটতে হাতি শাবকটি হঠাৎ ঢলে পড়ে বলে জানিয়েছেন বনবিভাগ।

খবর পেয়ে পরদিন হতে হাতি শাবকটিকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন কবির জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের টহল দল সেখানে ছুটে যান। অবস্থা পর্যবেক্ষণ করে ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেনারি চিকিৎসককে খবর দেয়া হয়। একইদিন বিকেলে চিকিৎসক দল এসে হাতি শাবকটির চিকিৎসা শুরু করেন।

ভেটেনারি চিকিৎসক জুলকার নাইন জানান, হাতি শাবকটি পায়ে আঘাত পেয়েছে। ফলে পা-টি অবসের মতো হয়ে কোনভাবেই উঠতে পারছে না। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আশাকরি খুব দ্রুত সুস্থ হয়ে হাতি শাবকটি আবার হাঁটাহাটি করবে।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আনোয়ার হোসেন সরকার জানান, চিকিৎসা শুরুর পর আমাদের লোকজন বদলী দিয়ে সবসময় হাতি শাবকটির কাছাকাছি অবস্থান করছে। গত বুধবার বিকেলে আমি নিজে গিয়ে দেখে এসেছি। সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করেছি ওই এলাকায়। তবে, ঘটনার পর হতে মা হাতি কিংবা অন্য হাতির পাল চিকিৎসারত এলাকায় আসেনি বলে জানিয়েছেন বন পাহারা ও টহল দল।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ অসুস্থ বন্যহাতি শাবককে চিকিৎসা দিচ্ছে বনবিভাগ

র‍্যাবের অভিযানে স্বামী হত্যায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রী গ্রেফতার

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ...

টেকনাফ র‌্যাবের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেফতার

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজার পৌরসভার ঘুমগাছতলা ও লাইট হাউজ এবং টেকনাফ থানাধীন তেচ্ছি ব্রিজ ...

উখিয়ায় যাত্রীবাহী অটোরিকশা তল্লাশী চালিয়ে ২ কেজি আইসসহ আটক-১

         শহিদুল ইসলাম। কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে যাত্রীবাহী অটোরিকশা তল্লাশী চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ ...