প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩ ১:৩৭ এএম

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও::

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় চাঞ্চল্যকর গৃহবধু খুনের প্রধান আসামী আবু তাহেরকে (২৫) আটক করেছে র‌্যাব-১৫।

গত ৭ এপ্রিল র‌্যাব-১৫ কক্সবাজারের একটি আভিযানিক দল রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত আসামী আবু তাহের (২৫) উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড দরগাহপাড়া গ্রামের
মৃত মীর আহমদের পুত্র।

জানা গেছে, গত ১০ মার্চ বিকালে উপজেলার ঈদগাঁও দরগাহ পাড়া সড়কের উত্তর পার্শ্বে ব্রীজের পাশ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশের পরিচয় সনাক্ত করে জানায় নিহত নারী ঈদগাঁও দরগাহ পাড়া এলাকার নুরুল আমিনের কন্যা ফাতেমা আক্তার।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিগত দেড় বছর পূর্বে একই এলাকার মৃত মীর আহমদের ছেলে আবু তাহেরের সাথে ফাতেমার বিয়ে হয়। এছাড়া তাদের দাম্পত্য জীবনে আফরান (২ মাস) নামে একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে আবু তাহের পরকীয়াসহ বিভিন্ন কারণে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ মার্চ গৃহবধু ফাতেমা আক্তার নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পূর্বে আবু তাহের ব্যবসা করার অজুহাতে ফাতেমাকে তার বাপের বাড়ী হতে ৬০ হাজার টাকা এনে দেয়ার জন্য মানসিক চাপসহ বৈদ্যুতিক তার দিয়ে নির্যাতন করেন। এরপর থেকে ফাতেমার পরিবার তার কোন খোঁজ পায়নি। নিখোঁজের তিন দিন পর বর্ণিত স্থান হতে ভাসমান অবস্থায় ফাতেমার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহত ফাতেমা’র মা মোহছেনা বেগম বাদী হয়ে গত ১২ মার্চ স্বামী আবু তাহেরকে প্রধান আসামি করে এজাহারনামীয় ৩ জনকে বিবাদী করে ঈদগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-০৫।

উক্ত ঘটনা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাওভাবে প্রকাশ্যে আসলে তা চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী আবু তাহের গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।

র‌্যাব-১৫ কক্সবাজার এ ঘটনায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে হত্যাকারীকে গ্রেফতার করতে তৎপরতা চালায় এবং বিভিন্ন অভিযানের পরিকল্পনা করে। কিন্তু আবু তাহের গ্রেফতার এড়াতে সুপরিকল্পিতভাবে বারবার তার অবস্থান পরিবর্তন করে।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি আভিযানিক দল রামুর চাকমারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে আবু তাহেরকে গ্রেফতার করে।তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ ঈদগাঁও'র চাঞ্চল্যকর গৃহবধু খুনের আসামী আটক

  • উখিয়া টেপ-টেনিস ক্রিকেট টুর্নামেন্টে ঘুমধুম ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন
  • ঈদগাঁও থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা
  • অবরোধ ও হরতালের সমর্থনে টেকনাফ উপজেলা যুবদলের মিছিল
  • টেকনাফে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • ডুলাহাজারায় ট্রেন দেখতে গিয়ে বাস চাপায় ভাই-বোন নিহত
  • ঈদগাঁও বাজারে স্বর্ণের দোকান লুটপাটের চেষ্টা!
  • খুটাখালী থেকে ২ রোহিঙ্গা নারীকে আটকের পর ক্যাম্পে ফিরিয়ে দিয়েছে ইউএনও
  • টেকনাফে প্রধানমন্ত্রীর সহযোগিতায় কৃষক কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরন উদ্বোধন
  • উখিয়ায় পুলিশের হাতে ৩০ রোহিঙ্গা আটক
  • টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক- ২
  • উখিয়া টেপ-টেনিস ক্রিকেট টুর্নামেন্টে ঘুমধুম ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

               ক্রীড়া ডেস্ক : উখিয়া উপজেলা টেপ-টেনিশ ক্রিকেট টুর্নামেন্ট’২৩ এর প্রতিদ্বন্ধীতাপূর্ণ ফাইনাল ম্যাচে রঙ্গ ইলাহী ...

    টেকনাফে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

               আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার) “নিরাপদ মাতৃত্ব,পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঈীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ...

    খুটাখালী থেকে ২ রোহিঙ্গা নারীকে আটকের পর ক্যাম্পে ফিরিয়ে দিয়েছে ইউএনও

               সেলিম উদ্দীন, ঈদগাঁও। কক্সবাজারের চকরিয়া উপজেলা খুটাখালীতে ক্যাম্প থেকে আসা রোহিঙ্গা নুর নাহার সহ ...

    টেকনাফে প্রধানমন্ত্রীর সহযোগিতায় কৃষক কৃষাণীদের মাঝে বীজ ও সার বিতরন উদ্বোধন

               আব্দুস সালাম,টেকনাফ টেকনাফে প্রধানমন্ত্রীর সহযোগিতায় কৃষক কৃষাণীদের ১৫০০ জনকে ২কেজি বোরো হাইব্রিড বীজ, ১০০০ ...