স্ত্রী’র সাথে রাগ করে ঘরে আগুন, পুড়ে ছাই হলো বসতবাড়ি
সেলিম উদ্দীন, ঈদগাঁও • স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের মনোমালিন্যের পর অবশেষে ক্ষোভের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ...
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় আজিজুল ইসলাম (৩৫) নামের এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত ৯ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আজিজুল ইসলাম উপজেলার কুসুম্বা গ্রামের পরশতুল্যার ছেলে।
জানা যায়, উপজেলার ভারশোঁ ইউনিয়নের আন্দাসুরা বিলের বাঁধের উপর থেকে বস্তা বন্দী অবস্থায় পড়েছিল । পরে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
মান্দা থানার ওসি নূরুে-এ-আলম সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে ।
পাঠকের মতামত