প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ ১০:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং ব্যবসায়ীদের করণীয় বিষয়ে সচেতন করতে বাজারে বিশেষ তদারকি ও সচেতনতামূলক অভিযান চালিয়েছে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব।

শুক্রবার (২৪ মার্চ) দুপুরে উখিয়ার কোটবাজার, মরিচ্যা বাজারে বিশেষ তদারকি ও সচেতনতামূলক এ অভিযান পরিচালনা করেন তিনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং সরেজমিনে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে দ্রব্যমূল্যের পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং হ্যান্ডমাইকের মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের করণীয় ও পালনীয় বিষয়ে সচেতন করা হয় এবং হালনাগাদ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং যথাযথ ক্রয় ও বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। বাজারকে স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করে দোকানে মূল্য তালিকা না রাখায় বাঁচা মিয়া নামের এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব বলেন, রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়াতে না পারে সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, জনস্বা‌র্থে এ ধরনের কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে

টেকনাফে পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার জাহাজপুরা এলাকায় রাশেদার ছেলেসহ দুইজনকে দেশীয় অস্ত্র নিয়ে ...