প্রকাশিত: মার্চ ২১, ২০২৩ ৪:৪৬ পিএম

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী চতুর্থ ধাপে দেশে আরো ৭ জেলাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করবেন।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আটোয়ারী উপজেলার সকল গনমাধ্যমকর্মীকে নিয়ে এক প্রেস ব্রিফিং করেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভুমি) এসিল্যান্ড শায়লা সাঈদ তন্বী এই প্রেস ব্রিফিং করেন।

উল্লেখ যে, দেশের সর্বপ্রথম ভূমিহীন ও গৃহহীন জেলা হিসেবে পঞ্চগড় জেলা ইতোমধ্যে এ গৌরব অর্জন করেছেন। এরই অংশ হিসেবে আটোয়ারী উপজেলায় গত তিন ধাপে ৪০১ জন মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পেয়েছেন।

অটোয়ারী উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২২ মার্চ সকাল থেকে উপকারভোগীদের উপস্থিতিতে সরাসরি সংযুক্ত থাকবেন বলে প্রেস ব্রিফিং সুত্রে জানা গেছে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ আটোয়ারীতে ইউএনও'র প্রেস ব্রিফিং

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...