প্রকাশিত: মার্চ ৮, ২০২৩ ১:০৫ পিএম
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম সৈয়দ হোসেন প্রকাশ কালা বদ্দা (৩৫)। সে ওই রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝির দায়িত্ব পালন করত।
বুধবার ভোরে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প -২ ওয়েস্ট এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়।
১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ছৈয়দ হারুন উর রশিদ বলেন, সৈয়দ হোসেন সকালে ঘর থেকে বের হন। আরসা নামধারী একদল দুষ্কৃতিকারী অতর্কিতভাবে তাকে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ আরসা সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নিহত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...