ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ৫, ২০২৩ ৫:৪৬ পিএম , আপডেট: মার্চ ৫, ২০২৩ ৫:৫০ পিএম

 

নিজস্ব প্রতিবেদক ॥
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইতিমধ্যে ৫০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৪টি ইউনিট।

রোববার দুপুর আড়টার দিকে বালুখালী ৯, ১০ ও ১১, ১২ নম্বর ক্যাম্পে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। ক্যাম্পে আগুন লাগার সাথে সাথে প্রাণভয়ে লাখো রোহিঙ্গা কক্সবাজার-টেকনাফ সড়কে আশ্রয় নিতে দেখা গেছে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি জানান, আজ দুপুরে ১১ নম্বর ক্যাম্পের একটি বাড়িতে আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্যান্য ক্যাম্পে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম ও পরে জেলা হেড কোয়ার্টার থেকে আরও দুটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

উখিয়া স্টেশনের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আমরা ঘটনাস্থলে। আগুন নেভানোর চেষ্টা চলছে।’

ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ‘ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের তীব্রতা অনেক। এই মূর্হতে এর বাইরে কিছু বলা যাচ্ছে না।’

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা দিল মোহাম্মদ বলেন, ‘হঠাৎ করে আমার শিবিরে আগুন জ্বলে উঠে। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিস আসার আগে আমার লোকজনকে সরিয়ে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছি।’

ক্যাম্পের বাসিন্দা মো. সাইফুল বলেন, ‘আমাদের ক্যাম্পের একটি ঘরে প্রথম আগুনের ঘটনা ঘটে। বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আমরা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে আগুনের তীব্রতা অনেক।’

বর্তমানে ঘটনাস্থলে রয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক শাহীন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

এর আগে গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা গিয়েছেন ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো রোহিঙ্গার ঘর পুড়ে যায়। একই বছরের ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। এতে কেউ হতাহত না হলেও হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়। এরপর একই বছরের ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা নামে একটি শরণার্থী শিবিরে এক অগ্নিকাণ্ডে প্রায় ৬০০ ঘর পুড়ে গিয়েছিল।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ রোহিঙ্গা ক্যাম্পে আবারো ভয়াবহ অগ্নিকান্ড

  • রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উখিয়ায় প্রশাসনের অভিযান
  • রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ৭জন গ্রেফতার
  • রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
  • রামুতে রমজানে বাজার স্বাভাবিক রাখতে ইউএনও’র অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
  • রামুতে যাত্রীবেশে পাচারকালে ইয়াবাসহ আটক ১
  • লালমনিরহাটে ১০ দিনেও নিষ্ক্রিয় হয়নি উদ্ধারকৃত মর্টারসেল, আতংকে স্থানীয়রা
  • আটোয়ারীতে ইউএনও’র প্রেস ব্রিফিং
  • রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নিহত-২, আহত-১
  • উখিয়ায় তাহের-মঞ্জুরের নেতৃত্বে সাড়ে ২২ লক্ষ টাকা ও অর্ধ কোটি টাকার অবৈধ সিগারেট লুট!
  • রামুতে আরও ২০২ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর
  • রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে উখিয়ায় প্রশাসনের অভিযান

             নিজস্ব প্রতিবেদক কক্সবাজারের উখিয়ার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ...

    রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

             রামু প্রতিনিধি:: রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২১ ...

    রামুতে রমজানে বাজার স্বাভাবিক রাখতে ইউএনও’র অভিযান, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

               সোয়েব সাঈদ, রামু:: রামুতে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল রোধে বাজার ...

    লালমনিরহাটে ১০ দিনেও নিষ্ক্রিয় হয়নি উদ্ধারকৃত মর্টারসেল, আতংকে স্থানীয়রা

               মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট:: হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ এলাকা থেকে একটি পরিত্যক্ত মর্টারসেল করেছে ...