প্রকাশিত:
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৭:২২ পিএম
, আপডেট:
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ৭:২৩ পিএম
উখিয়া(কক্সবাজার)প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে আরসা’র দুষ্কৃতিকারী দুই সদস্যকে আটক করতে সক্ষম হয়। ধৃত আসামীদের দুপুরে কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়।
আটককৃতরা হলো, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ইষ্ট এর বাসিন্দা মৃত সালেহ আহমদের ছেলে ফয়েজুল ইসলাম (৩৪)ও. ১৯নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে ইব্রাহিম (৩০)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন সোমবার (২৭ ফেব্রুয়ারী) রাতে র্যাব-১৫ ও ৮ এপিবিএন এর আভিযানিক দল উখিয়া থানাধীন ৮ নং ক্যাম্প ইস্ট ও ১৯নং ক্যাম্প এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে দুষ্কৃতিকারী আরসার সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
পাঠকের মতামত