আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৩:৪৪ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৩:৪৫ পিএম

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :: “স্মাট লাইভস্টক, স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে অফিস চত্তরে এই মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও মেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, খামারী মোঃ মানিক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মোঃ সোহাগ রানা।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরির্দশন করেন। বিভিন্ন এলাকা থেকে পশু, পাখি, হাস, মুরগি, খরগোস নিয়ে আসা মালিকগণ মেলার ৩৪ স্টলের জায়গা পরিপূর্ণ করে আমন্ত্রীত অতিথি ও মেলায় আসা লোকদের মাঝে প্রদর্শণ করেন।

বিকেলে প্রধান অতিথি মেলায় উপস্থিত হয়ে ৩৪ টি স্টলের মালিককে বিভিন্ন ক্যাটাগরিতে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করেন।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...