ডেস্ক নিউজ
প্রকাশিত: জানুয়ারী ২১, ২০২৩ ১০:১৩ পিএম , আপডেট: জানুয়ারী ২১, ২০২৩ ১০:১৬ পিএম
সংবাদ বিজ্ঞপ্তি::
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উখিয়া প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন। ২০ই জানুয়ারী শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা অবধি উৎসবমুখর পরিবেশে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগীতায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ক্লাবের প্রতিষ্টাতা সদস্য ও বর্তমান সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার (১৯ ভোট ) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম (৭ ভোট), বাতিলকৃত ভোট ২ টি। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাইফুর রহিম শাহীন (১৬ ভোট ) নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন দ্বীপন বিশ্বাস (৭ ভোট)।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক রতন কান্তি দে (১৭ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হুমায়ুন কবির জুশান (১১ ভোট)। সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবাইদুল হক চৌধুরী আবু (১৮ ভোট) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহমুদুল হক বাবুল (১০ ভোট)।
অন্য নির্বাচিতরা হলেন, অর্থ সম্পাদক পদে যৌথভাবে সুলতান মাহমুদ চৌধুরী (১৩ ভোট) ও আমিনুল হক আমিন (১৩ ভোট)। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু (১৫ ভোট ), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইব্রাহিম মোস্তফা (১১ ভোট)। দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ শফিউল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ফেরদৌস ওয়াহিদ (২২ ভোট), নুরুল হক খান (২১ ভোট), আমানুল হক বাবুল (১৬ ভোট), মৌলভী নুরুল হক (১৬ ভোট)।
সত্যতা নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার জসিম উদ্দিন চৌধুরী জানান, সবার সর্বাত্মক  সহযোগীতায় অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকলের আন্তরিক সহযোগীতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলের সহযোগীতায় বর্তমানের ন্যায় ক্লাবের জন্য নিরলসভাবে কাজ করে যাবো। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে উখিয়া প্রেস ক্লাবকে মডেল হিসেবে সকলকে উপহার দিতে চাই এই লক্ষ্যই থাকবে।
উল্লেখ্য, উখিয়া প্রেস ক্লাবের ২৮ জন সদস্য এইদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন জসিম উদ্দিন চৌধুরী, এ এইচ সেলিম উল্লাহ ও আবদুল্লাহ আল আজিজ।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ উখিয়া প্রেসক্লাব কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সমন্বয়ক সারজিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে ২ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

         পঞ্চগড়ের সদর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ...

উখিয়ায় ৪১ বছরের ইতিহাসে প্রথম নারী এসিল্যান্ড যারীন, প্রথম মাসেই চমক!

         কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম ...