প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২ ১০:০৮ পিএম

কাপ্তাই প্রতিনিধি:;
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কাপ্তাই উপজেলা শাখার ব্যবস্থাপনায় কাপ্তাই নতুন বাজার সংলগ্ন মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায়। কাপ্তাই সেনা জোনের (৫৬ ইবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নূর উল্লাহ জুয়েল, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য
অংসুই ছাইন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ।

এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাদাত হোসেন চৌধুরী।

আলোচনা সভা শেষে কাপ্তাই উপজেলার ২১ জন বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
এরপর শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশু নিকেতন বিদ্যালয়ের শিক্ষার্থী, রাঙামাটির সুশ্মিতা, পলি শারমিন ও রাজিবের মনোমুগ্ধকর সংগীত এবং নৃত্য পরিবেশন করে। উক্ত অনুষ্ঠানে ৫৬ ইবি ইউনিটের অফিসার, জেসিও, ওআর এবং তাদের পরিবারের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাহাড়ি, বাঙ্গালী নারী-পুরুষ সহ বিপুল সংখ্যক দর্শকশ্রোতা উপস্থিত ছিলেন।

এছাড়া আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য মেলায় হাউজি, রিং, লাকী কুপন, চরকি, মৃত্যুকুপ সহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের পাহাড়ি পণ্য সামগ্রী বিক্রি ও খাবারের স্টল দেয়া হয়েছে। মেলাটি প্রতিদিন বিকেল ৩টা হতে রাত ১২টা পর্যন্ত চলবে। আগামী ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত মেলাটি চলতে পারে বলে জানা গেছে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ কাপ্তাইয়ে বিজয় মেলার উদ্বোধন ও মু্ক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...