স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২ ১:৩৮ পিএম

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। আর এ জয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়েই শেষ ষোলো পর্বে পা রেখেছে আলবিসেলেস্তারা। হেরে যাওয়া পোলিশরাও নকআউট পর্বে উঠেছে।

গ্রুপের অপর ম্যাচে মেক্সিকো সৌদি আরবকে ২-১ ব্যবধানে হারায়। তবে এক গোলের পার্থক্যের কারণে তৃতীয় হয়ে শেষ করতে হয় মেক্সিকোকে। ম্যাচের দীর্ঘ সময় মেক্সিকো ২-০ ব্যবধানে এগিয়ে থাকলেও সৌদি যোগ করা সময়ে এক গোল শোধ করেন। আর্জেন্টিনা ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ম্যাচে ৪ পয়েন্ট করে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পোল্যান্ড ও মেক্সিকো। সৌদি ৩ পয়েন্ট নিয়ে তলানি থেকে শেষ করেছে।

গ্রুপ সি’তে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা আগামী শনিবার রাত একটায় ‘ডি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। আর রোববার রাত ৯টায় ‘ডি’র চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে পোল্যান্ড।

প্রথমার্ধে লিওনেল মেসির পেনাল্টি মিসে এগিয়ে যাওয়া হয়নি আলবিসেলেস্তাদের। সমতা নিয়ে মাঠ ছাড়ে দুদল। তবে বিরতির পর প্রথম গোলটি করেন অ্যালেক্সিস ম্যাক আলিস্তার। আরদ্বিতীয় গোলটি আসে হুলিয়ান আলভাসেরে পা থেকে।

বুধবার রাতে দোহার স্টেডিয়াম ৯৭৪-এ ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে বাঁচা-মরার লড়াইয়ে পোল্যান্ডের মুখোমুখি হয় আর্জেন্টিনা। তবে প্রথমার্ধে আর্জেন্টিনা আক্রমণের পসরা সাজিয়ে বসলেও পোল্যান্ড গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি দেয়ালের কাছে বার বার থামতে হয় স্কালোনির শিষ্যরাদের। এমনকি মেসির পেনাল্টিও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন তিনি।

পুরো ম্যাচে যদিও আর্জেন্টিনারই একচ্ছত্র আধিপত্য ছিল। বল দখলে তারা ৭৪ শতাংশ এগিয়ে ছিল। আর ম্যাচে মোট ২৩টি শট নেয়। যার ১২টিই ছিল গোলমুখে। যেখান থেকে ২টি গোল আদায় করে নেয়। অপরদিকে রক্ষণ নিয়ে ব্যস্ত থাকা পোল্যান্ড মাত্র ৪টি শট নিতে পারে। এর কোনোটিই লক্ষ্যে ছিল না।

এদিন ম্যাচের সপ্তম মিনিটেই ভালো সুযোগ পায় আর্জেন্টিনা। মেসি শট নিলেও তেমন জোর ছিল না, অনায়াসে ঠেকান স্ট্যাসনি। তিন মিনিট পরেই মেসির দুররূহ কোণ থেকে নেওয়া শট রুখে দেন।

আর্জেন্টিনা ২৮তম মিনিটে পরপর দুটি ভালো সুযোগ তৈরি করে। প্রথমে হুলিয়ান আলভারেসের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর আকুনিয়ার বক্সের বাইরে থেকে নেওয়া জোরাল শট পোস্টের একটু বাইরে দিয়ে যায়। এরপর ৩২তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল তারা, আনহেল দি মারিয়ার কর্নারে বাঁক খেযে বল দূরের পোস্টে যাচ্ছিল, কর্নারের বিনিময়েই ঠেকান স্ট্যাসনি।

৩৭তম মিনিট মেসির পেনাল্টি মিসে আর্জেন্টিনা শিবিরে হতাশা যোগ হয়। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের একটি আক্রমণ রুখতে গিয়ে দুর্ঘটনাবশত মেসির মুখে আঘাত করে বসেন স্ট্যাসনি। ভিএআরের সাহায্যে পেনাল্টি দেয় রেফারি। কিন্তু মেসির শট অসাধারণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন স্ট্যাসনি।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। ৪৬তম মিনিটে মলিনার ক্রসে বাঁদিকে শট করে গোলটি করেন আলিস্তার। ঝাপ দিলেও বলের নাগাল পাননি পোলিশ গোলরক্ষক।

আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেস। ম্যাচের ৬৭তম মিনিটে ফের্নান্দেসের থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে জোরাল কোনাকুনি শটে গোলটি করেন ম্যানচেস্টার সিটি তারকা। এবার বল ধরার জন্য লাফ দিয়ে কোনো আটকাতে পারেননি স্ট্যাসনি।

ম্যাচের বাকি সময় আর্জেন্টিনা গোলের জন্য আরও বেশ কয়েকটি চেষ্টা চালায়। তবে গোল আদায় করে নিতে ব্যর্থ হয়। তবে ২-০ গোলের দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরা।

পাঠকের মতামত

  • কাপ্তাই সেনা জোনের উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের মতবিনিময়
  • রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী নিহত
  • ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে
  • চকরিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  • ধানবোঝাই ট্রাক্টরের চাপায় নারী নিহত
  • র‌্যাবের অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ রোহিঙ্গা ডাকাত সর্দার এক সহযোগীসহ গ্রেফতার
  • মরিচ্যায় ভয়ংকর অপহরণকারী সিন্ডিকেট শীর্ষক সংবাদের নিন্দা ও প্রতিবাদ
  • রাজাপালং ইউপি’র ২০২৩-২৪ অর্থবছরের প্রায় দুই কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • র‌্যাবের পৃথক অভিযানে ৯ লাখ ইয়াবাসহ ৫ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার
  • শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে রামুর ইপ্সিতা
  • শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশ নিচ্ছে রামুর ইপ্সিতা

             রামু প্রতিনিধি:: জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২৩ এর জাতীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পেয়েছে রামুর মেয়ে ...

    জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবসে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

               কাপ্তাই প্রতিনিধি জাতীয় ও আর্ন্তজাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে সাড়ে কাপ্তাইয়ে ...

    ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় একেএনসি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন

               এইচ.কে রফিক উদ্দিন:: কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান আবুল কাশেম-নুরজাহান চৌধুরী উচ্চ ...

    জলপাইগুড়ির মাঠেই বাংলাদেশি ফুটবলারের মৃত্যু

             ভারতের জলপাইগুড়িতে ভেটেনার্স ফুটবল টুর্নামেন্ট চলাকালীন মারা গেছেন হানিফ রশিদ ডাবলু নামের বাংলাদেশি ফুটবলার। ঢাকার ...