প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২ ২:০৮ পিএম

 

উজ্জ্বল রায়, নড়াইল::
নড়াইলের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান। নড়াইলের আমাদা মাধ্যমিক বিদ্যালয়ে ২৪ নভেম্বর ছাদের বিমের পলেস্তারা খসে পড়ে। তবে কেউ হতাহত হয়নি।

বেলা সাড়ে ১১টা। বিদ্যালয়ে চলছে কার্যক্রম। হঠাৎ ছাদের বিমের পলেস্তারা খসে পড়ে একটি শ্রেণিকক্ষে। ভেঙে যায় বেঞ্চ ও চেয়ার। মেঝেতে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে সেসব পলেস্তারা। তবে শিক্ষার্থীরা তখন কক্ষে না থাকায় রক্ষা পেয়েছে।

নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ে ২৪ নভেম্বর ওই ঘটনা ঘটে। বিদ্যালয়ের একতলা ভবনের একটি কক্ষে পলেস্তারা খসে পড়ে। এর আগেও ছাদের পলেস্তারা খসে পড়েছে ওই ভবনের। ছয়-সাত বছর ধরে জরাজীর্ণ ভবনটি। কক্ষ-সংকটের কারণে ওই ভবনে পাঠদান ও অফিসের কার্যক্রম চলে।

১৯৭২ সালে আমাদা গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বর্তমানে শিক্ষার্থী আছে প্রায় সাড়ে তিন শ। বিদ্যালয়ে বর্তমানে একটি একতলা ভবন ও দুটি টিনশেড ঘর আছে। টিনশেড ঘর দুটিতে আছে ছয়টি কক্ষ। এর চারটি শ্রেণিকক্ষ, একটি কক্ষে লাইব্রেরি ও আরেকটিতে বিজ্ঞানাগার। একতলা ভবনটি নির্মাণ করা হয়েছিল ১৯৯৪-৯৫ অর্থবছরে। ভবনটিতে তিনটি কক্ষ আছে। এর একটি শ্রেণিকক্ষ, একটি ছাত্রী মিলনায়তন, আরেকটিতে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকেরা বসেন ও অফিসের কার্যক্রম চলে। পলেস্তরা খসে পড়া কক্ষটিতে নবম শ্রেণির ক্লাস হতো। বর্তমানে সেখানে ক্লাস নেওয়া হচ্ছে না।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, একতলা ভবনটি জরাজীর্ণ। বিমের তিন ভাগের এক ভাগ পলেস্তারা খসে রড বের হয়ে গেছে। চেয়ার, বেঞ্চ ও মেঝেতে বিমের বড় বড় অংশ ভেঙে পড়ে আছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে সেগুলো। ঝুঁকিপূর্ণ ওই ভবনে পাশের একটি কক্ষে ঠাসাঠাসি করে বসা প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকেরা। সে কক্ষেই বসে অফিস সহকারীরা অফিসের কার্যক্রম চালাচ্ছেন। ভবনটির একটি কক্ষের মেঝে দেবে গেছে। টিনশেড ভবন দুটির দেয়ালে ফাটল ধরেছে। একটি টিনশেড ঘরের অবস্থা বেশি জরাজীর্ণ।

নবম শ্রেণির শিক্ষার্থী লামিয়া, নাসরিন, আরমান ও রবিউল জানায়, সেদিন (২৪ নভেম্বর) পলেস্তারা খসে পড়ার সময় ওই কক্ষে থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। বিদ্যালয়ের মাঠে একটি কর্মসূচিতে ছিল। ওই কক্ষে বর্তমানে পাঠদান বন্ধ রয়েছে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলমগীর গাজী বলেন, একমাত্র একতলা ভবনটি ব্যবহার অনুপযোগী। গত প্রায় সাত বছর ধরে জরাজীর্ণ ওই ভবনটিতে পলেস্তারা খসে পড়ে। গত বছর বিদ্যালয়ের নিজস্ব অর্থে ২০ হাজার টাকা খরচ করে মেরামত করা হয়। এখন মেরামত যোগ্যও নয়। তারপর ঝুঁকি নিয়ে সেখানে সব কার্যক্রম চালাতে হচ্ছে।

প্রধান শিক্ষক নির্মল কুমার কুন্ডু বলেন, ‘গত প্রায় সাত বছর ধরে মৃত্যুর ঝুঁকি নিয়ে ওই ভবনে কাজ চালাতে হচ্ছে। নতুন ভবন খুবই জরুরি। আমরা দীর্ঘদিন চেষ্টা করেও নতুন ভবন পাচ্ছি না।

জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে নতুন ভবন অনুমোদনের জন্য যে ধরনের প্রক্রিয়া রয়েছে, সে ব্যাপারে তাঁদের সহযোগিতা করা হবে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ শিক্ষাঙ্গণ

  • ঘুমধুমে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ 
  • নির্ধারিত সময়ের পর মনোনয়ন জমা দেয়ার খবরে বিক্ষোভ: ঘটনাটি সত্য নয়- জেলা প্রশাসন
  • চকরিয়া-পেকুয়া আসনে মনোনয়ন দাখিল করলেন ১৩ প্রার্থী
  • কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থী শাহিন আক্তারের মনোনয়ন পত্র দাখিল 
  • কক্সবাজার-৪ আসনে দ্বিতীয় বার নৌকা পেয়ে জনতার ভালবাসায় সিক্ত হলেন শাহীন আক্তার
  • রোহিঙ্গা ক্যাম্পে বসতঘরে ডুকে যুবককে গুলি করে হত্যা
  • কক্সবাজার-১ আসনে লাখো জনতার সংবর্ধণায় আ.লীগ মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন
  • চকরিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
  • রোহিঙ্গা ক্যাম্পে এনজিও গাড়ির ধাক্কায় দু’বছরের এক শিশু নিহত
  • ঈদগাঁওয়ে সিএনজি চালকের লাশ উদ্ধার
  • ঘুমধুমে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ 

              প্রতিনিধি।। বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়ক এলাকায় বিজিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে। ...

    টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে অবৈধ জাহাজ চলাচল বন্ধে হাইকোর্টের রুল

             প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে অবৈধভাবে অনুমোদনবিহীন জাহাজ চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, ...

    ভূমি ব্যবহারে উপজেলায় মহাপরিকল্পনা করার নির্দেশ প্রধানমন্ত্রীর

             নিজস্ব প্রতিনিধি।। ভূমি ব্যবহারে প্রত্যেক উপজেলায় মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা) করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ...

    সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্য রাখা নারী-পুরুষ ও শিশু সহ ৫৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার-৪

               শহিদুল ইসলাম।। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকার পাশে দালাল চক্রের আস্তানা থেকে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ...

    রোহিঙ্গা ক্যাম্পে ফের খুন 

              উখিয়া-টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা  ক্যাম্পে সাবেক এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ...