শাহেদ-রিপা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার থাইংখালীতে শাহেদা আক্তার রিপা ও সালা উদ্দিন শাহেদর নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ...
শেষ মুহূর্তে সেনেগালকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। দলের হয়ে একটি করে গোল করেন কোডি গাকপো ও ডেভি ক্লাসেন।
কাতার বিশ্বকাপে সোমবার ‘এ’ গ্রুপের ম্যাচে আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুইদল। তবে ম্যাচে প্রথমার্ধ দুইদল প্রায় সমান ধারার ফুটবল খেলেছে। গোল পায়নি কোনো দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৮৪তম মিনিটে ক্রস থেকে হেডে গোল করেন কোডি হাকপো।
এরপর ম্যাচের অতিরিক্ত নবম মিনিটে ডেভি ক্লাসেন ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন। শেষ অবধি ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ডাচরা।
পাঠকের মতামত