প্রকাশিত:
নভেম্বর ২০, ২০২২ ২:৩০ পিএম

বার্তা পরিবেশকঃ
কুতুপালং বাজার ব্যবস্থাপনা সমবায় সমিতি,র সভাপতি পদপ্রার্থী জানে আলম জানু’র জয় ঠেকাতে একটি মহল সক্রিয়ভাবে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জানে আলম জানু।
আজ রবিবার (২০ নভেম্বর) সকালে সাংবাদিকদের এমনটি অভিযোগ করেছেন।
তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে ইয়াবা ব্যবসায়ী বলে একটি অনলাইন পোর্টালে প্রচারণা চালাচ্ছেন। এছাড়া রাতের আঁধারে ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলছে।
তিনি এবং ভিত্তিহীন সংবাদে ভোটার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে বিব্রত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
পাঠকের মতামত