ডেস্ক নিউজ
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২ ৮:১১ পিএম , আপডেট: নভেম্বর ১৮, ২০২২ ৮:১২ পিএম

ইমরান খান::

বিপুল উৎসাহ উদ্দীপনায় কোটবাজার-উখিয়া ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে আজ। এবারের নির্বাচনে দুই চৌধুরীর বিজয় হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) উখিয়ার রত্নাপালং ইউনিয়ন পরিষদের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে ২৬৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আরফাত হোসেন চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনায়েত উল্লাহ টিটু চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ১৬৯ ভোট।

সহ-সভাপতি পদে বাইসাইকেল প্রতীক নিয়ে ১৭৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোক্তার আহমদ উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে খেজুর গাছ প্রতীক নিয়ে শরীফ উদ্দীন চৌধুরী ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেজাম উদ্দীন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৮ ভোট।

এছাড়াও সদস্য পদে জাফর আলম (মই), আব্দু শুক্কুর (আম) আব্দু রহমান (মুরগ), আলি আহমদ (তালগাছ) ছৈয়দ আলম (রিক্সা) এবং জসিম উদ্দীন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

দিনব্যাপী ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সলিম উল্লাহ।

নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছোটন কুমার চৌধুরী সহ অন্যান্যরা।

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উখিয়া থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে’র নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ নির্বাচন

১৯ জেলা পরিষদে চেয়ারম্যান পদে একক প্রার্থী

সেপ্টেম্বর ১৫, ২০২২
১১:২৭ পিএম

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...