প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
নওগাঁ প্রতিনিধি:: নওগাঁয় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ...
নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের লেবুছড়ি হয়ে গর্জনিয়া আসার পথে হাটুভাঙ্গা ঠিলা নামক স্থানে মাহিন্দ্র ট্রাক্টর উল্টে গিয়ে চালক নিহত এবং হেলপার গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আনুমানিক ৩.২০টায় দুর্ঘটনাটি সংঘটিত হয় বলে খবর পাওয়া গেছে।
আহত ড্রাইভারকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায় এবং অপরজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা যায়।
নিহত ড্রাইভার হলেন লালমনিরহাট জেলার মিয়া আলীর ছেলে আলী মিয়া (২৮) এবং আহত হেলপার হলেন কচ্ছপিয়া ইউপির দোছড়ি গ্রামের আতর আলীর পুত্র মো.রুহুল আমিন(২০)।
আহত রুহুল আমিনের অবস্থাও খুবই গুরুতর বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন দৌছড়ি ইউপি চেয়ারম্যান মো.ইমরান। তিনি বলেন, ঘটনার বিষয়ে জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছে।
পাঠকের মতামত