প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
নওগাঁ প্রতিনিধি:: নওগাঁয় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ...
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশের একটি বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে বিদেশি সিগারেটসহ দুই পাচারকারীকে আটক করেছে এবং একটি নোহা গাড়ি জব্দ করে।
বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উখিয়া টেকনাফ সড়কের আমগাছতলায় একটি নোহা গাড়ি (ঢাকা মেট্রো চ-৫১-৯৪৫৭) তল্লাশি করে ৩৫০০ প্যাকেট বিদেশি সিগারেট দুই যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় নোহা গাড়িটিও জব্দ করা হয়।
আটকরা হলো উখিয়া উপজেলার পালংখালীর ওবাইদুল হকের ছেলে জসীম উদ্দীন(৩২) ও টেকনাফ উপজেলার ঘিলাতলী’র নুর আহমদের ছেলে ইমাম হোসেন (২২)।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মামলার প্রক্রিয়া চলমান এবং মাদকবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পাঠকের মতামত