প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২ ১০:৩৪ এএম

 

সংবাদ বিজ্ঞপ্তি::
১০ এবং ১১ অক্টোবর, ২০২২ কক্সবাজারের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন, ইউএনএইচসিআর-এর সহযোগিতায় সামাজিক সংযোগ বৃদ্ধি প্রকল্পের আওতায় উখিয়া এবং টেকনাফ প্রেসক্লাবে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় মোট ২৮ জন স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।

২০১৭ সালে পর থেকে বাংলাদেশের উখিয়া এবং টেকনাফে বসবাসরত বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের বিষয়ে সংবাদ তৈরি, সংবাদ তৈরিতে প্রতিবন্ধকতা, উত্তরন এবং প্রত্যাবাসন বিষয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মুজিবুল ইসলাম।

কর্মশালায় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাইদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, টেকনাফ প্রেসক্লাবের সভাপতি ছৈয়দ হোসাইন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ, নুর মোহাম্মদ সিকদার, গফুর মিয়া চেীধুরী, হুমায়ুন কবির জুসান, রতন কান্তি দে, জসিম আজাদ, পলাশ বড়ুয়া, ওবাইদুল হক চৌধুরী, আবদুল্লাহ আল আজিজ, মোহাম্মদ ইবরাহিম মোস্তফা, ইমরান আল মাহমুদ, হুমায়ুন রশিদ, নাছির উদ্দিন রাজ, গিয়াস উদ্দিন ভূলু, রহমত উল্লাহ, মো: আব্দুলাহ মনির, জিয়াবুল হক, নুরুল হক, মো: আরাফাত সানি সহ আরো অনেকে।

সভায় কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মুজিবুল ইসলাম বলেন “আমরা প্রতিনিয়ত রোহিঙ্গা ইস্যুতে কোন না কোনভাবে সংবাদ করি, আমাদের খেয়াল রাখতে হবে মায়ানমার এবং আর্ন্তজাতিক মহল যেন আমাদের সংবাদ থেকে কোন ভুল ব্যাখা না নেয়। আমরা জানি রোহিঙ্গাদের মধ্যেও কিছু খারাপ মানুষ রয়েছে, তবে গুটি কয়েক খারাপ মানুষের জন্য পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীকে খারাপভাবে উপস্থাপন করাটা বাংলাদেশের জন্য শুভকর নয়। এতে করে মায়ানমার সরকারও রোহিঙ্গাদের নেতিবাচক হিসেবে উপস্থাপন করতে সুযোগ পাবে যা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বিলম্বিত করার সুযোগ তৈরি হবে”।

টেকনাফ প্রেসক্লাবের সভাপতি ছৈয়দ হোসাইন বলেন “প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্ব হওয়ার কারনে রোহিঙ্গা এবং স্থানীয়দের মধ্যে হতাশা বাড়ছে। রোহিঙ্গাদের আমরা চাইলেই তাদের নিজ দেশ মায়ানমারে ফেরত পাঠাতে পারি না। আর্ন্তজাতিক আইন মেনেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সরকার চেষ্ঠা চেষ্টা অব্যাহত রেখেছে”।

টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী বলেন “রোহিঙ্গা ইস্যুতে সংবাদ তৈরিতে কাজ থেকে প্রয়োজনীয় তথ্য পেতে জাতিসংঘ, বিভিন্ন আর্ন্তজাতিক সংস্থা এবং সাংবাদিকদের মধ্যে আরো যোগাযোগ বৃদ্ধি প্রয়োজন”।

উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাইদ মোহাম্মদ আনোয়ার বলেন, “রোহিঙ্গা ইস্যুতে সংবাদ তৈরিতে আমাদের সবসময় দেশের স্বার্থকে প্রথমে বিবেচনায় রাখতে হবে। দেশের ভাবর্মূতি ক্ষুণ্ণ হয় এইরকম সংবাদ তৈরি থেকে আমাদেরও বিরত থাকা উচিত।

তিনি আরো উল্লেখ করেন সাংবাদিকরা সমাজের একটি গুরুত্বর্পূণ অংশ। তাদের অনেক প্রতিকুলতার মধ্যে কাজ করতে হয়। রোহিঙ্গা ক্যাম্পে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমাদের সাংবাদিক ভাইদের প্রতিনিয়ত প্রতিকূলতার সম্মুখীন হতে হয়।

সভায় ইউএনএইচসিআর-এর সহকারী কমিউনিকেশন অফিসার মোস্তফা মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ কোস্ট ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

উখিয়ায় বিপিজেএফ'র পরিচিত পর্ব ও প্রথম সভায় বক্তারা পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করার আহবান

         বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর সদ্য গঠিত উখিয়া উপজেলা শাখার পরিচিত পর্ব ও প্রথম ...

শাহেদ-রিপা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

         প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার থাইংখালীতে শাহেদা আক্তার রিপা ও সালা উদ্দিন শাহেদর নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ...

উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন

         কক্সবাজারের উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ (তম) হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ...

রাজাপালং ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মদ মুহসিন শ্রমিক-জনতার জীবনমান উন্নয়নে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই

         মুমিনদের জীবন হবে সুন্দর সুশৃঙ্খল সাজানো গোছানো একটি জীবন। যে জীবন অতিবাহিত করার মাধ্যমে অনন্ত ...

ট্রাইব্রেকারে ধীরেন্দ্র একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন মাধবচন্দ্র একাদশ উখিয়ায় মধ্যরত্না বৌদ্ধ প্রিমিয়ারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

         খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ট্রাইব্রেকারে গড়ায় মধ্যরত্না বৌদ্ধ প্রিমিয়ারলীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল ম্যাচ। ...