ঈদগাঁওতে বাঁশ ভর্তি জিপগাড়ীর সাথে সংঘর্ষে ইজিবাইক চালক নিহত
সেলিম উদ্দীন, ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও বাস-স্টেশনের কাছে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অটোরিকশা চালক। ...
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকা থেকে মফিজুর রহমান (১৯) নামের এক যুবককে অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
আটক মফিজুর পালংখালীর মোছারখোলার ওবায়দুর রহমানের ছেলে।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, একটি দেশীয় তৈরি অস্ত্র, ১৭ রাউন্ড গুলি, একটি মোবাইল সেট এবং ১৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী।
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, আটক ব্যক্তির সঙ্গীয় অন্যান্য আসামিরা পলাতক হলেও তাদের নাম স্বীকার করেছেন আটক ব্যক্তি।
এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের আটক করার অভিযান অব্যাহত রয়েছে।
পাঠকের মতামত