সোয়েব সাঈদ, রামু
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২২ ১:১৩ এএম

রামু উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার, ১১ অক্টোবর সকালে রামুর জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।

টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন- উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. রিপন চৌধুরী, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, পরিচালনা কমিটির সভাপতি আওরঙ্গজেব টিপু, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) দর্পণ বড়ুয়া, সহকারি স্বাস্থ্য পরিদর্শক অরিন্দ্র বড়ুয়া ও রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।

উদ্বোধন অনুষ্ঠানে রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন- প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সফল টিকাদান কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ কোভিড-১৯ পরিস্থিতি যথাসম্ভব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এখন ৫-১১ বছর বয়সী শিশুদেরও এ কার্যক্রমের আওতায় নিয়ে আসা হচ্ছে। এটা সরকারের অনেক বড় প্রশংসনীয় উদ্যোগ।

এর ফলে আগামী প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা আরো নিশ্চিত হবে। তিনি এ টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে স্বাস্থ্য বিভাগের দায়িত্বরত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

রামু উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া জানান- দেশব্যাপী ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এরই আওতায় রামুতে ১৩ দিনের কর্মসূচি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় ১২ দিন স্কুল পর্যায়ে এবং ১ দিন  পর্যায়ে টিকাদান কর্মসূচি চলমান থাকবে।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ করোনা

কাপ্তাইয়ে করোনা প্রতিরোধ বিষয়ক কর্মশালা

সেপ্টেম্বর ২৮, ২০২২
৪:৫০ পিএম

টেকনাফে বালতি ভর্তি ইয়াবাসহ রোহিঙ্গা আটক, পলাতক-২

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের আভিযানিক দল ভাড়াবাসা তল্লাশী ...

টেকনাফে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে বদির সংবাদ সম্মেলন

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের টেকনাফ উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সাবেক ...

দলীয় সিদ্ধান্তে বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা... উখিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল 

         পলাশ বড়ুয়া ও শহীদুল ইসলাম:: নির্বাচন কমিশনের ঘোষিত তফশীল অনুযায়ী ৬ষ্ঠ উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ...