প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২ ৮:৩৬ পিএম

 

নয়ন বড়ুয়া (চট্টগ্রাম) :: চট্টগ্রামের পাহাড়তলী থানার অলংকার এলাকায় ভোক্তা অধিকারের অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ডিপফ্রিজে ঔষধের সাথে কাঁচা মাছ-মাংস সংরক্ষণ করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

শনিবার (৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, চট্টগ্রাম এর সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার পাহাড়তলী থানার অলংকার এলাকায় এই অভিযান পরিচালনা করেন ।

এ সময়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ, মেয়াদ বিহীন কাটা ঔষধ ও ডিপফ্রিজে ঔষধের সাথে কাঁচা মাছ-মাংস সংরক্ষণ করার অপরাধে নিউ অলংকার ফার্মেসীকে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় মোহাম্মদীয়া ফার্মেসীকে ৫ হাজার টাকাসহ দুইটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সিএমপি পুলিশের একটি চৌকস টিম উপস্থিত থেকে ভোক্তা অধিকারের অভিযানে সহযোগিতা করেন ।

পাঠকের মতামত

ভেসে আসলো বঙ্গোপসাগরে নিখোঁজ ২ মৃতদেহ, মস্তকবিহীন মিলল আরেক মৃতদেহ

           টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ বঙ্গোপসাগরে নিখোঁজ ৩ জনের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার ...

সেন্টমার্টিন চ্যানেলে ট্রলার ডুবি, দুই উদ্ধারকারীসহ এখনও নিখোঁজ তিন

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরের শাহপরীরদ্বীপ গোলারচরের মোহনায় এফবি ...