ডেস্ক নিউজ
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২ ৯:০৫ এএম , আপডেট: অক্টোবর ৪, ২০২২ ৬:৫৯ পিএম

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, দেশের উপজেলা পর্যায়ে হাসপাতালের সেবার মান উন্নয়নে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস এবং ব্লাড ব্যাংক চালুর পরিকল্পনা করেছে সরকার। একইসাথে জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ২৪ ঘন্টা প্রসুতি সেবাও চালু করা হবে।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে কক্সবাজারে জেলা স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে গণমাধ্যম কর্মীদের মন্ত্রী একথা বলেন।

ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে কক্সবাজারে মেডিকেল কলেজ চালু হয়েছে। বিদেশি অর্থায়নে হাসপাতাল চালু করার পরিকল্পনা ছিল। কিন্তু বিদেশি অর্থায়নের সংস্থান না হওয়ায় সরকার সিদ্ধান্ত নিয়েছে নিজস্ব অর্থায়নে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার।

মন্ত্রী আরও বলেন, কক্সবাজারে ১২ লাখের অধিক রোহিঙ্গার কারণে স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সীমিত সংখ্যক ডাক্তার ও জনবল দিয়ে স্থানীয় জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিতে হচ্ছে। তাই কক্সবাজারে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

এর আগে দুপুরে মন্ত্রী কক্সবাজার জেলা সদর হাসপাতালে পরিদর্শনে যান। এসময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ, মহিলা ওয়ার্ড ও শেখ রাসেল শিশু ওয়ার্ডসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। পরে জেলা সদর হাসপাতালে স্থাপিত অপারেশন থিয়েটার-২ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, জেলা সদর হাসপাতালের সুপার ডা. মো. মোমিনুর রহমানসহ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ স্বাস্থ্যমন্ত্রী

আটাশে অক্টোবরের লগি-বৈঠা হত্যাযজ্ঞের মাষ্টারমাইন্ড শেখ হাসিনা- মুহাম্মদ শাহজাহান 

         উখিয়া প্রতিনিধি। জামায়াতে ইসলামীর এসিসটেন্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ২০০৬ ...

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত-৬

         নিজস্ব প্রতিবেদক। কক্সবাজারের উখিয়ায় অটোরিকশা- বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হওয়ার ...

দৌড় দিয়ে মাদক ও দুর্নিতী প্রতিরোধের প্রচারনা করলো পঞ্চগড়ের তরুণ সমাজ

         পঞ্চগড় প্রতিনিধি উত্তরের জেলা পঞ্চগড়ে মাদক ও দুর্নীতি প্রতিরোধে মাঠে নেমেছে তরুণসমাজ।শনিবার সকালে সম্মিলিত স্বেচ্ছাসেবী ...

টেকনাফের দুই কিশোরকে আরাকান আর্মি থেকে ফেরত আনলো বিজিবি

         প্রতিনিধি।মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি’র হাতে আটক কক্সবাজারের টেকনাফের দুই কিশোরকে ফেরত আনলো বর্ডার ...

সর্বসাধারণের প্রতি যে বার্তা দিলো উখিয়ার ছাত্র প্রতিনিধিবৃন্দ

         নিজস্ব প্রতিবেদক। উখিয়া উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনের নামে কোনো কার্যক্রমে নিজেদের অংশগ্রহণ থেকে বিরত থাকার ...