টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে স্পিডবোট ডুবির ঘটনায় ৮যাত্রী উদ্ধার,এক শিশু নিখোঁজ
আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনায় ৮জনকে জীবিত উদ্ধার করা ...
রাজধানীর পরিবাগ ফুটওভার ব্রিজের উপরে নীলা (২৬) নামে একজন হিজড়া ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত (৩০ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার সময় তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত শফিউল্লাহ বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে। তার বয়স আনুমানিক (১৪) বছর।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা গেছে, ফুটওভার ব্রিজের উপরে ওই কিশোরকে জোরপূর্বক ওই হিজড়া অনৈতিক কাজ করাতে চাচ্ছিল। তখন সে একটি ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে নীলার সহকর্মীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
পাঠকের মতামত