
নিজস্ব প্রতিবেদক:
রাখাইনে সংঘাতের জেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেওয়া দেশটির সেনা, সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ ৩৪ মায়ানমার নাগরিক স্বদেশে ফেরত যাচ্ছেন বুধবার।
সোমবার (০৫ মে) দুপুরে জেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির জ্যেষ্ঠ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলছেন- সংঘাতে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে পালিয়ে আসা আরও ৩৪ নাগরিককে ফেরত দেয়া হচ্ছে। তাদের নিতে বুধবার মায়ানমারের একটি বিমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে। সেখানেই হস্তান্তর প্রক্রিয়া করা হবে বলেও এসব কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে, মায়ানমার নাগরিকদের ফেরত পাঠানোকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা হাসান। তিনি বলেন- বুধবার ফেরত যাবেন মায়ানমারের নাগরিক। তাদের নিতে একটি বিমান কক্সবাজার বিমানবন্দরের অবতরণের কথা রয়েছে।
এর আগে-তিন দফায় পালিয়ে আসা আরও ৭৫২ জনকে স্বদেশে ফেরত নিয়েছিল মায়ানমার সরকার। আর সেদেশে কারাভোগ শেষে ফিরেছে ২১৪ বাংলাদেশি।
পাঠকের মতামত