নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২ ১২:৩৭ এএম , আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২২ ১২:৪৭ এএম

 

শহীদুল ইসলাম::

ইউপি চেয়ারম্যান কর্তৃক অমানুষিক নির্যাতনের শিকার হয়ে এক কলেজ ছাত্র পরীক্ষা দিতে পারেনি আজ। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নে এ নিয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত কলেজ শিক্ষার্থী আমিনুল করিম আরাফাত (১৯) কক্সবাজার সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র এবং হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল এলাকার মৃত আলী আহমদের ছেলে।

জানা গেছে, ১৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে মরিচ্যা পাতাবাড়ী রোড়ের উত্তর পার্শ্বে আহমদ বিরানী হাউস থেকে চৌকিদারের মাধ্যমে ওই শিক্ষার্থীকে ধরে নিয়ে কোন কারণ ছাড়া তার উপর দফায় দফায় অমানুষিক নির্যাতন চালায় হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।

পরে কলেজ শিক্ষার্থী আরাফাতের স্বজনরা ভোর ৬টার দিকে ৯৯৯ কল দিয়ে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার বিষয়ে নির্যাতনের শিকার কলেজ ছাত্র আরাফাত বলেন, আজকে আমার পরীক্ষা ছিল। দিতে পারিনি। ভালো ভাবে হাটতেও পারছি না। পুরো শরীরে মারাত্মক ভাবে আঘাত করেছে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। আমি ন্যায় বিচার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী এ ধরণের কোন ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

পাঠকের মতামত

কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ১ ডাকাত আটক

           নিজস্ব প্রতিবেদক কোস্টগার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশান কুতুবদিয়া খবর পেয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে ...

দুই দিনে আট রোহিঙ্গা গ্রেফতার

         শহিদুল ইসলাম। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার একজন সন্দিগ্ধ আসামীকে ...

নাফনদীতে ট্রলার লক্ষ্য করে মিয়ানমার সীমান্ত থেকে গুলি বর্ষন

           আব্দুস সালাম, টেকনাফ (কক্সবাজার) সেন্টমার্টিন থেকে টেকনাফে ফেরার পথে নাফ নদীতে যাত্রীবাহী বাংলাদেশি একটি ...