কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত:
সেপ্টেম্বর ১৩, ২০২২ ২:১৭ এএম

কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের দুর্গম ডংনালার টংসী পাড়া এলাকায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে সোমবার (১২ সেপ্টেম্বর) এক উন্মুক্ত বৈঠকের আয়োজন করা হয়।
তথ্য অফিস, কাপ্তাইয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় এই উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, ভিষণ ২০৪১ এর লক্ষ্য অর্জন ও কর্মপরিকল্পনা সরকারের সাফল্য ও উন্নয়ন, বাল্যবিবাহ, মাদক, গুজব প্রতিরোধসহ বিভিন্ন জনসচেতনা মুলক প্রচারনা চালানো হয়।
বৈঠকে কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত থেকে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে উক্ত বিষয় সমূহ নিয়ে বিশদ বক্তব্য প্রদান করা হয়।
পাঠকের মতামত