আব্দুস সালাম,টেকনাফ::
টেকনাফের পাহাড়ে ছন আনতে গিয়ে মোহাম্মদ দেলোয়ার (২৫) নামে এক যুবককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে দাবি করা ১০লাখ টাকা।
অপহৃত যুবক হলেন,বাহারছড়ার ইউনিয়নের মারিশবনিয়া এলাকার মৃত আব্দুল করিম মিস্ত্রীর ছেলে দেলোয়ার।
মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়ার ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ।
অপহৃত দেলোয়ারের স্ত্রী নুর নাহার বেগম বলেন,গতকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কয়েকবার ফোন করে মুক্তিপণ হিসেবে১০লাখ টাকা দাবি করেছেন অপহরণকারীরা।দাবিকৃত টাকা দিতে না পারলে স্বামীর লাশ প্রস্তুত রাখার হুমকিও দেওয়া হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানান, সোমবার(১৪এপ্রিল) সকাল ৭টায় মোহাম্মদ দেলোয়ার,আব্দু সালাম(৫০)ও হাসান আহমদ (৪৫)মিলে পাহাড়ে ছন আনতে যান।এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা তাদের ধাওয়া করলে দেলোয়ারকে ধরে নিয়ে যায়।বাকি দুজন পালিয়ে আসতে সক্ষম হন।পাহাড়ের সন্ত্রাসীরা নিয়মিত অপহরণ ও মুক্তিপণ আদায়ের কাজ করছে।ফেরত আসা দুজন জানিয়েছেন,সন্ত্রাসীদের কাছে ভারি অস্ত্র রয়েছে এবং দেলোয়ারকে তারা গভীর পাহাড়ে নিয়ে গেছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন,ঘটনার বিষয়ে শুনেছেন এবং পুলিশ কার্যক্রম শুরু করেছে।
কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী,গত ১৫ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৪৫জন অপহরণের ঘটনা ঘটেছে।
পাঠকের মতামত