উখিয়া (কক্সবাজার)সংবাদদাতা
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহত হলো উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে মোঃ সলিম (৪৩)।গত রাত দশটার দিকেকক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত দুইদিনে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুইজন নিহত হয়েছেন।এতে আরো ও দুইজন গুরুতর আহত হয়। বর্তমানে চিকিৎসাধীর রয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত মোঃ সলিম ও মোঃ আব্বাস এর মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃআব্বাস উত্তেজিত হয়ে মোঃ সলিম কে এর মাথায় ও মুখে লাঠি দিয়ে গুরুতর আহত করেন।পরবর্তীতে আশেপাশের রোহিঙ্গাদের সহায়তায় উদ্ধার করে ক্যাম্প অভ্যন্তরে থাকা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পরিচালনাধীন হাসপাতালে ভর্তি করা হয়।রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোহিঙ্গার মৃত্যুর খবর শুনেছি। বিস্তারিত জেনে বলতে হবে।
#######
পাঠকের মতামত